ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আন্তঃক্লাব শূটিং প্রতিযোগিতা

প্রকাশিত: ০৬:৪১, ২৮ এপ্রিল ২০১৮

 আন্তঃক্লাব শূটিং প্রতিযোগিতা

স্পোর্টস রিপোর্টার ॥ দেশব্যাপী শূটিং ক্রীড়ার প্রসার, প্রচার ও আন্তর্জাতিক মানের শূটার তৈরির লক্ষ্য নিয়ে বাংলাদেশ শূটিং স্পোর্ট ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং নর্দার্ন তসরিফা গ্রুপের পৃষ্ঠপোষকতায় ২৬-২৯ এপ্রিল পর্যন্ত আন্তঃক্লাব শূটিং প্রতিযোগিতা ঢাকার গুলশানের শূটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় দেশের ৪৬ রাইফেল/শূটিং ক্লাব থেকে ২৮৫ শূটার (১৮৪ পুরুষ ও ১০১ মহিলা অংশগ্রহণ করছে। শুক্রবার এই প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি নাঈম হাসান (পরিচালক, নর্দার্ন তসরিফা গ্রুপ)।
×