ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের দুই পুরস্কার

প্রকাশিত: ০৬:৪০, ২৮ এপ্রিল ২০১৮

 বাংলাদেশের দুই পুরস্কার

স্পোর্টস রিপোর্টার ॥ পর্দা নামল বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবল আসরের। শুক্রবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন ওবায়দুল কাদের (সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী)। বিশেষ অতিথি ছিলেন এ কে এম রহমতুল্লা (এমপি, সভাপতি, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ), নাজমুল হাসান পাপন (সভাপতি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড), ইলিয়াস উদ্দিন মোল্লাহ (সংসদ সদস্য, ঢাকা-১৬), সফিউল ইসলাম মহিউদ্দিন (সভাপতি, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজ), বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু। খেলোয়াড়দের মধ্যে ব্যক্তিগত পুরস্কার লাভ করেন : বেস্ট স্পাইকার- বাংলাদেশের মাসুদ হোসেন, বেস্ট ব্লকার-বাংলাদেশের সজিবুর রহমান, বেস্ট সেটার- তুর্কমেনিস্তানের ইসকান্দেরভ, বেস্ট লিবারু- তুর্কমেনিস্তানের আমান্দুদিয়েভ এবং মোস্ট ভ্যাল্যুয়েবল প্লেয়ার- তুর্কমেনিস্তানের নুরিয়েভ দিদার।
×