ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নেই ভারত-পাকিস্তান ম্যাচ

প্রকাশিত: ০৬:৪০, ২৮ এপ্রিল ২০১৮

নেই ভারত-পাকিস্তান ম্যাচ

স্পোর্টস রিপোর্টার ॥ কলকাতায় শেষ হয়েছে আইসিসি’র বোর্ড সভা। সেখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। চূড়ান্ত হয়েছে ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি)। এফটিপি অনুযায়ী আগামী বছর শুরু হচ্ছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ। টেস্ট র?্যাঙ্কিংয়ের শীর্ষ ৯ দেশ অংশ নেবে এই প্রতিযোগিতায়। তবে অবাক করা বিষয় হলো আইসিসি এই চ্যাম্পিয়নশিপে ভারত ও পাকিস্তানের কোন টেস্ট সিরিজ রাখেনি। একমাত্র ফাইনালে উঠলেই দল দু’টির মুখোমুখি লড়াই সম্ভব। ২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত দুইবার অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। প্রথমটি ২০১৯ থেকে ২০২০, এর ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২১ সালে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফরমেট এখনও চূড়ান্ত হয়নি। তবে ৯টি টেস্ট খেলুড়ে দেশ সর্বোচ্চ ৬টি দেশের বিপক্ষে ৬টি টেস্ট সিরিজ খেলবে।
×