ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইপিএলে যে কীর্তি কেবলই সাকিবের

প্রকাশিত: ০৬:৩৮, ২৮ এপ্রিল ২০১৮

আইপিএলে যে কীর্তি কেবলই সাকিবের

স্পোর্টস রিপোর্টার ॥ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আগের ম্যাচেই ‘অনন্য’ এক রেকর্ড গড়েছিলেন সাকিব আল হাসান। ক্লাব টি২০ ইতিহাসে প্রথম কোন স্পিন বোলিং অলরাউন্ডার ও দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৪০০০ রানের পাশাপাশি পূর্ণ করেছিলেন ৩০০ উইকেট। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) এবার আরও এক রেকর্ড গড়লেন টাইগার অলরাউন্ডার। প্রথম ভিনদেশী বাঁহাতি-স্পিনার হিসেবে কেবল আইপিএলেই ৫০ উইকেটের ল্যান্ডমার্ক ছুঁয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা বাংলাদেশী তারকা। পেসারদের ধরলে সংখ্যাটা মাত্র ৪, যেখানে সাকিবের ইকোনমি রেট সবচেয়ে ভাল। বৃহস্পতিবার প্রতিপক্ষ কিংস ইলেভেন পাঞ্জাবের মায়াঙ্ক আগারওয়াল ও এ্যারন ফিঞ্চকে সাজঘরে ফিরিয়ে এ কীর্তি গড়েন তিনি। ১৩২ রানের পুঁজি নিয়েও ১৩ রানের দারুণ জয় পায় তার দল হায়দরাবাদ। সাকিবকে প্রশংসায় ভাসিয়েছেন অধিনায়ক কেন উইলিয়মসন। ৪৯ ম্যাচে ৪৯ উইকেট নিয়ে পরশু পাঞ্জাবের মুখোমুখি হয়েছিলেন সাকিব। ১৩তম ওভারে আগারওয়ালকে ফিরিয়ে আইপিএলে উইকেটের ‘ফিফটি’ পূর্ণ করেন পরে ফিঞ্চকেও ফিরিয়ে সানরাইজার্সের জয়ে রেখেছেন দারুণ ভূমিকা। আইপিএলে ৫০ ম্যাচে এ নিয়ে সাকিবের উইকেট সংখ্যা ৫১। আইপিএলে সাকিবের আগে আর কোন ভিনদেশী (নন ভারতীয়) বাঁহাতি স্পিনার ৫০ উইকেট নিতে পারেননি। আইপিএলে বিদেশী বাঁহাতি বোলারদের মধ্যে সাকিবের আগে ৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন শুধু দুই অস্ট্রেলিয়ান ও এক কিউই পেসার। এদের মধ্যে মিচেল জনসন শীর্ষে। ৫০ ম্যাচে ৬১ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক এ পেসার। ৪৪ ম্যাচে ৬০ উইকেট নিয়ে জনসনের পরই রয়েছেন মুম্বাই ইন্ডিয়ানসের কিউই পেসার মিচেল ম্যাক্লেনঘান। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার জেমস ফকনার ৬০ ম্যাচে ৫৯ উইকেট নিয়ে আছেন তৃতীয় স্থানে। পেস-স্পিন মিলিয়ে হিসাব করলে বিদেশী বোলার হিসেবে আইপিএলে ৫০ উইকেট নেয়ার কীর্তিতে সাকিব চতুর্থ স্থানে। তবে একটি জায়গায় এই তিন বোলারের চেয়ে এগিয়ে সাকিব। ৫০ উইকেট নেয়া এই চার বিদেশী বাঁহাতি বোলারদের মধ্যে সাকিবের ইকোনমি রেট সবচেয়ে ভাল। জনসন ওভারপ্রতি ৮.০৮ গড়ে রান দিয়েছেন। ম্যাক্লেনঘান তারচেয়ে একটু খরচে (৮.৬৭)। সাকিব ওভারপ্রতি ৭.১৭ গড়ে রান দিয়ে চারজনের মধ্যে সবচেয়ে ‘কিপটে’। ফকনার এই চারজনের মধ্যে রান দেয়ার ব্যাপারে সবচেয়ে ‘উদার’ (৮.৬৯)। একইদিনে নতুন আরেকটি কীর্তি গড়েছেন সাকিব। দ্বিতীয় কম রান দিয়ে পঞ্চাশ উইকেটের দেখা পান এই তারকা। এই ৫০ উইকেট পাওয়ার জন্য সাকিব রান দিয়েছে ১২৭৩ আর ইমরান তাহির ৫৩ উইকেট নিয়েছেন ১১৫৪ রান দিয়ে। এছাড়া ১২তম অলরাউন্ডার হিসেবে আইপিএলে এসে ব্যাট হাতে ৫০০ রান ও ৫০ উইকেটের ক্লাবে জায়গা পেয়েছেন বাংলাদেশী এই তারকা। গত ছয় আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেললেও এবারের আসরে হায়দরাবাদে নাম লিখিয়েছেন সাকিব। চলতি আসরে দলটির হয়ে ৭ ম্যাচে মাঠে নেমে উইকেট নিয়েছেন ৮টি। আর ব্যাট হাতে রান করেছেন ১১৭। ‘এমন রান করেও জয় পাওয়া দারুণ ব্যাপার। তারা যেভাবে আমাদের খেলায় ফিরিয়েছে সত্যিই দুর্দান্ত। বিশেষ করে দুই স্পিনার সাকিব ও রশীদ খানের কথা আলাদা করে না বললেই নয়।’ বলেন হায়দরাবাদ অধিনায়ক উইলিয়ামসন।
×