ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আইপিএলের জন্য বিশ্বকাপ সূচীতে পরিবর্তন!

প্রকাশিত: ০৬:৩৮, ২৮ এপ্রিল ২০১৮

আইপিএলের জন্য বিশ্বকাপ সূচীতে পরিবর্তন!

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্ব ক্রিকেটে ভারতের প্রভাব কতটা বেশি আরও একবার সেটি প্রমাণ হয়ে গেল। দেশটির ঘরোয়া টি২০ আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) কারণে বিশ্বকাপের সূচীতে পরিবর্তন আনতে বাধ্য হলো আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল)! কলকাতায় এক্সিকিউটিভ কমিটির সভায় ২০১৯ বিশ্বকাপের সূচী নিশ্চিত করেছে আইসিসি। ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে আগামী বছরের ৩০ মে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ২ মে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করার কথা ছিল ভারতের। তবে ১৯ মে আইপিএলের ফাইনাল শেষে ওইদিন মাঠে নামতে রাজি হয়নি ভারত। ফলে সেটি ৫ মে সরিয়ে নিয়ে সূচী চূড়ান্ত করতে বাধ্য হয় আইসিসি। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দাবি ছিল আইপিএলের ফাইনাল ও বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচের মধ্যে কমপক্ষে ১৫ দিনের বিরতি দরকার। সেটি মেনে নিয়ে পরিবর্তিত সূচী চূড়ান্ত করা হয়। ২ মে’র পরিবর্তে ভারতের প্রথম ম্যাচটি হবে ৫ মে। তবে প্রতিপক্ষ দলের কোন পরিবর্তন হচ্ছে না। কলকাতায় আইসিসির কার্যনির্বাহী কমিটির বৈঠক শেষে বিসিসিআইয়ের এক শীর্ষ কর্তা জানান, ’২০১৯ সালের আইপিএল হবে ২৯ মার্চ থেকে ১৯ মে। যেহেতু আইপিএল শেষে ১৫ দিনের আগে আমরা খেলতে পারব না সেই কারণে ৪ জুনের আগে ভারতের খেলার কোন সুযোগ নেই। প্রাথমিকভাবে আমাদের খেলার সূচী ২ জুন থাকলেও পরে সেটি পিছিয়ে নেয়া হয়েছে। আইসিসিকে ধন্যবাদ যে তারা বিষয়টা উপলব্ধি করতে পেরেছে।’ এদিকে বিশ্বকাপকে সামনে রেখে আগামী বছর আইপিএলের সূচীতেও পরিবর্তন এনেছে বিসিসিআই। সাধারণত আইপিএল শুরু হয় এপ্রিল মাসে। তবে ইংল্যান্ডে অনুষ্ঠেয় ২০১৯ বিশ্বকাপের কথা মাথায় রেখে আইপিএলের ১২তম আসরে আগামী বছর শুরু হবে ২৯ মার্চ। আর ১৯ মে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে। ওদিকে ২০২১ সালে ওয়ানডে ফরমেটের চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দিয়ে আইসিসি যে টি২০ বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সেটির ঘোর বিরোধিতা অব্যাহত রেখেছে ভারত। ফলে শেষ পর্যন্ত কি হয়, সেটি দেখার অপেক্ষা থাকছেই। উল্লেখ্য, ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে ৩০ মে ওভালে উদ্বোধনী ম্যাচে আয়োজক ইংল্যান্ডের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, দশ দলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এবার থাকছে না গ্রুপপর্ব, লীগপর্বে প্রতিটি দল একে অপরের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে, ১৬ জুন ওল্ডট্র্যাফোর্ডে ভারত-পাকিস্তান মহারণ। পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল সরাসরি পৌঁছে যাবে সেমিফাইনালে।
×