ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘চলো বদলে দেই’ মিশনে সোচ্চার লিটন

রাজশাহীতে সিটি ভোটের হাওয়া

প্রকাশিত: ০৬:৩২, ২৮ এপ্রিল ২০১৮

রাজশাহীতে সিটি ভোটের হাওয়া

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ ভোটের দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও আগামী জুনে নির্বাচনের আভাসের মধ্যেই রাজশাহীতে লেগেছে সিটি ভোটের হাওয়া। এ হাওয়ায় শুরু থেকেই মাঠে নেমেছে আওয়ামী লীগ। গত নির্বাচনে হাতছাড়া রাজশাহী সিটির চেয়ার এবার পুনরুদ্ধারে আটসাট বেধেই মাঠে নেমেছে আওয়ামী লীগ। এ সিটিতে এবারও আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এটা নিশ্চিত হওয়ার পর থেকেই মাঠে রয়েছেন লিটন। এবার রাজশাহীকে উন্নয়নে অগ্রগতির মিশন নিয়ে প্রচার শুরু করেছেন তিনি। চলো বদলে দেই রাজশাহী এবারের স্লোগান ঠিক করেছে আওয়ামী লীগ। এরইমধ্যে ব্যানার ফেস্টুনে শোভা পাচ্ছেন ভোটের আমেজ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয়ে গেছে আগাম ভোটের হাওয়া। রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে জয়ের হিসাব কষতে মাঠে নেমেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও নগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনকে প্রার্থী হিসেবে নির্বাচনে জয়ের জন্য কাজ করছেন নেতাকর্মীরা। মেয়রপ্রার্থীর জন্য নিজ নিজ এলাকায় প্রচার-প্রচারণা শুরু করা হয়েছে সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সাধারণ ভোটারদের মধ্যেও দিনে দিনে বাড়ছে উৎসাহ, উদ্দীপনা। রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা ৩০টি ওয়ার্ডে প্রচার প্রচারণার জন্য সভা সমাবেশ করেছেন। নির্বাচনী সভাও অনুষ্ঠিত হচ্ছে প্রতিদিন ওয়ার্ড ভিত্তিক। এছাড়া ওয়ার্ডে ওয়ার্ডে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগের উদ্যোগে করা হচ্ছে উঠান বৈঠক। রাসিকের নির্বাচনকে ঘিরে নগরীর ৩০টি ওয়ার্ডে বিভিন্ন মোড়ে মোড়ে লাগানো হয়েছে লিটনের উন্নয়নমূলক ব্যানার-ফেস্টুন। বিগত সময়ে লিটনের হাত ধরে রাজশাহীর উন্নয়নের চিত্র তুলে ধরা হচ্ছে শহরময়। নগরীর বিভিন্ন উন্নয়নমূলক কাজ ছাড়াও লিটনের অধিনে উন্নয়নের কাজগুলো তুলে ধারা হয়েছে ব্যানার ফেস্টুনে। সেখানে সর্বত্র শোভা পেয়েছে লিটনের উন্নয়নমূলক কর্মকা-ের চিত্র। এসব উন্নয়ন আরও ত্বরান্বিত করতে ভোট চাইছেন খায়রুজ্জামান লিটনও। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি সক্রিয় হয়ে ভোট প্রার্থনা করছেন। রাজশাহীকে বদলে দেয়ার আহ্বান জানাচ্ছেন তিনি। এছাড়া সভা-সমাবেশ ও উঠান বৈঠককে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী আমেজ বিরাজ করছে রাজশাহীকে। উঠান বৈঠকগুলোতে মেয়র প্রার্থী লিটন, নগর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থাকছেন। নির্বাচনী প্রচারণায় কমতি নেই, রাসিকের সাবেক মেয়র পতœী ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিন আকতার রেণীর মধ্যেও। তিনি সভা-সমাবেশ ও উঠান বৈঠককে নিজে উপস্থিত হয়ে লিটনের জন্য ভোট প্রার্থনা করছেন। রাজশাহীর স্থানীয় আওয়ামী লীগের নেতারা দাবি করেছেন, নগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। রাসিকের সাবেক মেয়র। তিনি রাসিকের সফল মেয়র হিসেবে নগরবাসীর আস্থার পাত্র হিসেবে বেশ পরিচিতি লাভ করেছেন। লিটন মেয়র থাকাকালীন রাজশাহী নগরীর অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। যা অন্য মেয়রের সময়ে হয়নি। রাসিকের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন। তার পরেও তিনি চোখে পড়ার মতো তেমন উন্নয়নের কাজ করেনি। বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল তেমন কাজ করেনি নগরবাসীর জন্য। মিনুর পরেই মেয়র নির্বাচিত হয়ে ক্ষমতায় আসেন লিটন। এরপরই রাজশাহীতে ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন তিনি। লিটনের দৃশ্যমান উন্নয়নের চিত্র এখন নগরবাসী ভোগ করছেন। মুখে মুখে লিটনের উন্নয়নের কথা বলছেন অনেকে। এদিকে গত নির্বাচনে জয়ী বিএনপির নগর সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল গেল ৫ বছরে তেমন কিছুই করতে না পারায় লিটনের দিকেই ঝুঁকছেন মানুষ। সাধারণ মানুষের বক্তব্য রাজশাহী উন্নয়নে লিটনের বিকল্প নেই। দলীয় নেতাকর্মীরাও লিটনের উন্নয়নের কথা প্রচার করছেন। রাজশাহী মহানগর সভাপতি ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, আমি রাজশাহী নগরীর যে উন্নয়নমূলক কাজ করেছি, তা নগরবাসী জানেন। দ্বিতীয় বারে রাসিকের মেয়র হলে আরো উন্নয়নের কাজ করতে পারব। এই নগরী নিয়ে ইতোমধ্যে তিনি অনেক স্বপ্নের কথা শুনিয়েছেন। নগরবাসী এবার সুযোগ দিলে তিনি উন্নয়নে রাজশাহীকে আরও প্রস্ফুটিত করতে চান। তিনি বলেন, রাসিকের নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণা শুরু করা হয়েছে। এদিকে মাঠে তেমন না থাকলেও চুপিসারে নির্বাচনী হাওয়ায় গা ভাসিয়েছেন বর্তমান মেয়র বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল। বিভিন্ন সভা সমাবেশে ভোটের প্রার্থনাও করছেন তিনি। মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে সরকারী চাপ ও মামলা মোকদ্দমার কথা তুলে ধরছেন তিনি।
×