ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দৃষ্টিপ্রতিবন্ধীর সঙ্গে এতিম যুবকের বিয়ে

প্রকাশিত: ০৫:৫৩, ২৮ এপ্রিল ২০১৮

দৃষ্টিপ্রতিবন্ধীর  সঙ্গে এতিম যুবকের বিয়ে

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ দৃষ্টিপ্রতিবন্ধী এক তরুণীর সঙ্গে এতিম যুবকের বিয়ে হয়েছে। শুক্রবার দুপুরে সদর আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মীর শওকাত বাদশার বাসভবনে এ বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়েতে বর-কনে পক্ষের অভিভাবক, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। এ সময় নবদম্পত্তির সুখ-শান্তির জন্য দোয়া করেন উপস্থিত সকলে। সদর উপজেলার ডেমা ইউনিয়নের কালিয়া গ্রামের লুৎফর শেখের ছেলে মাসুম বিল্লাহ (২২) এবং একই গ্রামের শেখ আব্দুস সালামের মেয়ে জেবা সামিয়া মমতার (১৯) বিয়ে নিবন্ধন (রেজিস্ট্রি) করেন কাজী (নিকাহ রেজিস্ট্রার) শামিম আহসান। স্থানীয় ইউপি সদস্য শেখ আতিয়ার রহমান বলেন, জন্মের ১৪ দিন পর মাসুম বিল্লাহের মা রোকেয়া বেগম মারা যান। এরপর পিতা বিয়ে করে অন্যত্র চলে যান। অসহায় পিতামাতাহারা মাসুম তার মামা মোদাচ্ছের আলীর কাছে বড় হন। মাসুম আলিম পাস করে ফাজিল পড়াশুনা করছেন। সে স্থানীয় কালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নৈশ প্রহরী কাম দফতরি পদে আবেদন করেন। এলাকাবাসী তার চাকরির জন্য এমপির কাছে সুপারিশ করেন। পরে নিয়োগ পরীক্ষার মাধ্যমে তার চাকরি নিশ্চিত হয়। এরপর সে অসহায় দৃষ্টিপ্রতিবন্ধী মেয়ে মমতাকে বিয়ে করেন।
×