ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মোহনগঞ্জে এক মাসেই ভেঙ্গে গেছে সড়ক

প্রকাশিত: ০৫:৫৩, ২৮ এপ্রিল ২০১৮

মোহনগঞ্জে এক মাসেই ভেঙ্গে  গেছে সড়ক

নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা, ২৭ এপ্রিল ॥ মোহনগঞ্জ গাগলাজুর সড়কের দৈর্ঘ্য ১৫ কিমি। এর মধ্যে বিঝমটি বাজার হতে গাগলাজুর বাজার পর্যন্ত ৫ কিমি ডুবো রাস্তা গত বর্ষায় ভেঙ্গে গেলে ওই রাস্তা পুনর্নির্মাণে টেন্ডার দেয় এলজিইডি। ব্যয় ধরা হয় ১ কোটি ৯৯ লাখ টাকা। কার্যাদেশ পেয়ে কাজ শুরু করে নেত্রকোনার সমীরণ চৌধুরী নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০১৬ সালের আগস্টে কাজ শুরু করে তা ২০১৭ সালের আগস্ট মাসে শেষ করার সময়সীমা বেঁধে দিলেও নানা গড়িমসি করে চলতি বছরের মার্চে দায়সারা গোচের কাজ সমাপ্ত করে হাতিয়ে নেয় সমুদয় অর্থ। কিন্তু এক মাস যেতে না যেতেই তা ভেঙ্গে যায়। ফলে চরম ভোগান্তিতে পড়ে হাওড় পাড়ের হাজার হাজার কৃষক পরিবার। হাওড়ের পূর্ব প্রান্তে দেওরাজান এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে পাকা বলতে কিছু নেই। আছে শুধু মাটি। সরেজমিন এলাকা ঘুরে দেখা গেছে, ধান বোঝাই হ্যান্ডট্রলি ও ট্রাক গর্তে আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি করছে। ফলে ধান পরিবহনে চরম ভোগান্তিতে পড়েছে কৃষক পরিবারগুলো। এ দিকে মোহনগঞ্জ নির্বাহী প্রকৌশলী বাহবুবুল আলম বলেন অন্য কথা।
×