ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মামলা প্রত্যাহার না করলে পীর ও মুরিদের স্ত্রীদের ধর্ষণের হুমকি

প্রকাশিত: ০৫:৫২, ২৮ এপ্রিল ২০১৮

মামলা প্রত্যাহার না করলে পীর ও মুরিদের স্ত্রীদের ধর্ষণের হুমকি

স্টাফ রিপোর্টার ॥ সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিপাকে পড়েছেন পুরান ঢাকার সাতরওজা দরবার শরীফের পীর ও তার মুরিদরা। ওই মামলা প্রত্যাহার না করা হলে তাদের স্ত্রীদের ধর্ষণের হুমকি দিয়েছে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা। এতে জানমালের নিরাপত্তা চেয়ে বংশাল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন রাশেদুল ইসলাম নামের এক মুরিদ। এতে তিনি অভিযোগ করেন, গত ১২ এপ্রিল এলাকার সারোয়ার, মাহমুদ ও আসিফ হোসেনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন দরবার শরীফের খাদেম আমির মিয়া। তার পর থেকেই অভিযুক্তরা মামলাটি প্রত্যাহারের জন্য ক্রমাগত হুমকি দিতে থাকে। এ অবস্থায় গত বৃহস্পতিবার আসামিরা প্রকাশ্যে পীর ও মুরিদের স্ত্রীদের ধর্ষণের হুমকি দেয়। দরবার শরীফের মুরিদদের অভিযোগ- আলী নেকি সড়কে অবস্থিত সাতরওজা আবু উলাইয়া দরবারের পীর সৈয়দ শাহ মোহাম্মদ আওসাফ এলাহিকে হত্যার হুমকি দিয়েছে সন্ত্রসীরা। দীর্ঘদিন ধরে স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র তার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেয়ায় তাকে নানাভাবে হুমকি ধমকি ও ব্ল্যাকমেইল শুরু করে। চক্রটি চাঁদা দাবির পাশাপাশি দরবার শরীফের সম্পত্তি দখলেরও চেষ্টা করে। পরবর্তীতে ব্যর্থ হয়ে পীর সৈয়দ শাহ মোহাম্মদ আওসাফ এলাহি ও দরবারের কর্মচারীদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। এই ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করলেও পুলিশ তাদের গ্রেফতার করছে না। এ প্রসঙ্গে দরবারের মুরিদ ও আইনজীবী এইচএম সালেহ মুজিব বলেন, সন্ত্রাসী সরোয়ার হোসাইনের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে দরবার শরীফের পীরের কাছে চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দেয়ায় তারা নাম সর্বস্ব একাধিক অনলাইন খুলে পীর সৈয়দ শাহ মোহাম্মদ আওসাফ এলাহির বিরুদ্ধে মিথ্যা ও আজেবাজে সংবাদ পরিবেশন করতে থাকে। পাশাপাশি তাদের ফেসবুক আইডির মাধ্যমে সেগুলো প্রচার করতে থাকে। এই ঘটনায় সরোয়ার হোসাইনের বিরুদ্ধে তথ্য অধিকার আইন মামলা দায়ের করা হয়। এই মামলায় দীর্ঘদিন জেল খাটে সারোয়ার। সম্প্রতি জেল থেকে বেরিয়ে এসে সরোয়ার এখন পীর সৈয়দ শাহ মোহাম্মদ আওসাফ এলাহিকে হত্যার হুমকি দিচ্ছে। আইনজীবী এইচএম সালেহ মুজিব বলেন, পুরান ঢাকার আলি নেকি দেউরির সাতরওজা দরবার শরীফের বর্তমান গদিনশিন পীর সৈয়দ শাহ মোহাম্মদ আওসাফ এলাহি দরবারের গদিনাশিন। এই সন্ত্রাসীরা এক সময় তার দরবারের বিভিন্ন মাহফিলে আসা যাওয়া করতেন। তাদের বাবা-চাচারাও এই দরবারের মুরিদ ছিলেন। এসময় তারা দরবার সম্পর্কে অনেক তথ্য জেনে যান। সম্প্রতি সরোয়ার ও তার সঙ্গীরা ব্রাহ্মণবাড়িয়ার দরবারের কিছু পরিত্যক্ত জমি দখলের চেষ্টা করলে স্থানীয় মুরিদের বাধার মুখে ব্যর্থ হয়। এনিয়ে তার সঙ্গেও সরোয়ার ও তার সঙ্গীরা খারাপ ব্যবহার করেন। এরপর থেকেই তারা তার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার, চাঁদা দাবি ও হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। এ বিষয়ে বংশাল থানার এসআই রফিকুল ইসলাম জানান, পীরের মুরিদের জিডি তদন্ত করা হচ্ছে।
×