ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নারী নির্যাতন রুখতে পাড়া-মহল্লায় প্রতিরোধ বাহিনী গড়ে তুলুন ॥ সেলিম

প্রকাশিত: ০৫:৫২, ২৮ এপ্রিল ২০১৮

নারী নির্যাতন রুখতে পাড়া-মহল্লায় প্রতিরোধ বাহিনী  গড়ে তুলুন ॥ সেলিম

স্টাফ রিপোর্টার ॥ ধর্ষক ও নারী নির্যাতন রুখে দিতে পাড়া-মহল্লায় লাঠি নিয়ে প্রতিরোধ বাহিনী গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান। এতে দলের বিভিন্ন সারির নেতারা অংশ নেন। সেলিম বলেন, প্রতিদিন শিশু থেকে শুরু করে বৃদ্ধ, গৃহিণীকে রাস্তা-ঘাটে, ঘরে-বন্দরে, এমন কী যানবাহনের ভেতরে যৌন নিপীড়ন করা হচ্ছে। নির্মমভাবে নারীদের হত্যা করা হচ্ছে। টুকরো টুকরো করে কেটে বস্তায় ভরে ফেলে দেয়া হচ্ছে। এসব ঘটনা বাড়ছে এবং ঘটনার বর্বরতাও দিন দিন বাড়ছে। এটা কীসের ফল? এটা হলো সমাজের ভেতরে নীতি-নৈতিকতার অবক্ষয়। তিনি বলেন, ‘আতঙ্কের বিষয় হচ্ছে, কোথাও মা-বোনকে নিয়ে নিরাপদে চলতে পারবেন না। হায়েনার দলগুলো যে কোন সময় হামলে পড়তে পারে। তাদের যথাযথ শাস্তির বিধান করে এই অবস্থা থেকে পরিত্রাণের কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। সে কারণেই তারা পার পেয়ে যাচ্ছে।’ তিনি বলেন, নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ বক্তৃতায় কোন কাজ হবে না। আসল কাজ হলো আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিবেকবান সব মানুষদের আহ্বান জানাই পাড়া-মহল্লা ও প্রতিষ্ঠানে আপনারা প্রতিরোধ বাহিনী গড়ে তুলুন। ধর্ষক ও নারী নির্যাতনকারীদের মোকাবেলার জন্য হাতে লাঠি নিয়ে পিকেট গড়ে তুলুন।
×