ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নওগাঁয় বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৫:৩৯, ২৮ এপ্রিল ২০১৮

নওগাঁয় বজ্রপাতে  কৃষি শ্রমিকের  মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৭ এপ্রিল ॥ নওগাঁর রাণীনগরে বজ্রপাতে এক ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। একই সময় পৃথক এলাকায় আরও একজন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কালীগ্রাম মরুপাড়া গ্রামের আসলাম আলী ম-লের বাড়িতে ধান কাটা শ্রমিক আবাদপুকুর এলাকার মাঠে কাজ করছিল। এ সময় বৃষ্টিপাতের মাঝে হঠাৎ বজ্রপাত ঘটলে মঞ্জু হোসেন (৫৫) নামে এক শ্রমিক গুরুতর আহত হন। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাকে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার শেষ রাতে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত মঞ্জু নীলফামারী জেলার ডোমার উপজেলার বানিয়াপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দীনের ছেলে। অপরদিকে একই সময় উপজেলার চকমনু গ্রামের আলতাব মল্লিকের ছেলে উজ্জল মল্লিক (৩৫) মাঠে কাজ করার সময় বজ্রপাতে আহত হয়। আহত উজ্জলকে রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয়।
×