ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহী ও লক্ষ্মীপুরে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত

প্রকাশিত: ০৫:৩৮, ২৮ এপ্রিল ২০১৮

রাজশাহী ও লক্ষ্মীপুরে  বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ রাজশাহীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ১২ মামলার আসামি ডাকাত রায়হান সরদার নিহত হয়েছে। এদিকে লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছে আরেক ডাকাত। শুক্রবার এসব ঘটনা ঘটে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। জানা গেছে, রাজশাহীর চারঘাট উপজেলায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাতি ধর্ষণসহ ১২ মামলার আসামি নিহত হয়েছে। শুক্রবার ভোরে বাঘা-চারঘাট সড়কের হাজীর ঢালান এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সে নিহত হয়। নিহত ডাকাতের নাম রায়হান সরদার। সে বাঘা উপজেলার ব্রাহ্মণডাঙা জোতরাঘব গ্রামের মতলেব সরদারের ছেলে। বাঘা-চারঘাটসহ আশপাশের থানাগুলোতে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। র‌্যাব রাজশাহীর উপ-অধিনায়ক মেজর এএম আশরাফুল ইসলাম জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে র‌্যাবের একটি দল চারঘাটে টহল দিচ্ছিল। তারা বাঘা-চারঘাট সড়কের হাজীর ঢালান এলাকায় পৌঁছালে স্থানীয়রা জানান, কয়েকজন ডাকাত এলাকার একটি মাঠে জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ খবরের ভিত্তিতে র‌্যাবের টহল দলটি সেখানে যায়। এ সময় ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে ডাকাত রায়হান সরদার গুরুতর আহত হলে অন্যরা পালিয়ে যায়। এরপর গুলিবিদ্ধ ওই ডাকাতকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লক্ষ্মীপুর ॥ ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে ডাকাতের বন্দুকযুদ্ধে নুরুল আলম নুরা ডাতাত নামে এক ডাকাত নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলা চন্দ্রগঞ্জের গনিপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ডাকাত একই উপজেলার চরশাহীর পূর্ব জাফরপুর গ্রামের শামছুদ্দোহার ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি বন্দুক, ৫ রাউন্ড গুলি, ৮টি গুলির খোসা ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জমাদি উদ্ধার করা হয়।
×