ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়াকে কারাগারে যথাযথ চিকিৎসা সেবা দেয়া হচ্ছে ॥ স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ০৫:৩৬, ২৮ এপ্রিল ২০১৮

খালেদা জিয়াকে কারাগারে যথাযথ চিকিৎসা সেবা দেয়া হচ্ছে ॥  স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়ার যথাযথ চিকিৎসা সেবা কারাগারে দেয়া হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার সব পরীক্ষা-নিরীক্ষা করানো হয়েছে। একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তাকে যথাযথ মর্যাদার সঙ্গে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। জেলকোড অনুযায়ী তিনি সকল সুযোগ-সুবিধা পাচ্ছেন। তবে বেসরকারী হাসপাতালে চিকিৎসা করানোর সুযোগ নেই। একমাত্র আদালতই পারে এ ধরনের কোন নির্দেশ দিতে। এর বাইরে সরকারের করণীয় কিছু থাকে না। শুক্রবার রাতে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। ‘খালেদা জিয়ার চিকিৎসা সেবায় অবহেলা করা হচ্ছে’ মর্মে সম্প্রতি বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, খালেদা জিয়ার চিকিৎসা সেবা নিয়ে লাগামহীন বক্তব্য দেবেন না। চিকিৎসকদের প্রতি আস্থা রাখুন। সরকারী-বেসরকারী সব হাসপাতালের চিকিৎসকরা দায়িত্ব নিয়ে কাজ করেন। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা সেবার ব্যাপারে অবহেলা করার প্রশ্নই আসে না। অথচ বিএনপি নেতারা এসব অভিযোগ করছেন- যা দুঃখজনক।
×