ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কিশোরের একাকী বালি ভ্রমণ

প্রকাশিত: ০৫:১৬, ২৮ এপ্রিল ২০১৮

কিশোরের একাকী  বালি ভ্রমণ

ছুটি কাটানো নিয়ে বাবা-মায়ের সঙ্গে ঝগড়ার জেরে অস্ট্রেলিয়ার ১২ বছর বয়সী এক কিশোর অভিমান করে সম্প্রতি পাড়ি জমিয়েছে ইন্দোনেশিয়ার বালিতে। পুরো ভ্রমণ খরচ সে ব্যয় করেছে বাবা-মায়ের ক্রেডিট কার্ড থেকে। এই বয়সী একটি ছেলে কীভাবে একা বালিতে গেল তা খতিয়ে দেখার কথা জানিয়েছে অস্ট্রেলিয়ার পুলিশ। ছেলেটির বাবা-মা ওই ইন্দোনেশীয় দ্বীপে ছুটি কাটানোর পরিকল্পনা করলেও পরে সেটা বাতিল হয়ে যায়। কিন্তু নাছোড়বান্দা ছেলে মানতে নারাজ। এ নিয়ে বাবা-মায়ের সঙ্গে তর্ক জুড়ে দেয় সে। পরে নিজেই অনলাইনে ফ্লাইট ও হোটেল বুকিং দিয়ে চুপি চুপি পাড়ি জমায় ইন্দোনেশিয়ায়। সিডনির সেল্ফ সার্ভিস চেক ইন টার্মিনাল থেকে পার্থ হয়ে কানেক্টিং ফ্লাইটে সে পৌঁছায় স্বপ্নের বালিতে। শুধুমাত্র নিজের পাসপোর্ট এবং আইডি কার্ড ব্যবহার করে সে যাওয়ার সব বন্দোবস্ত করে। সেখানে শুধুমাত্র একজন বিমান কর্মকর্তা তার বয়স যাচাই করতে স্টুডেন্ট আইডি এবং পাসপোর্ট দেখতে চেয়েছেন। হোটেলে চেক ইন করার সময় সবার সন্দেহ এড়াতে ছেলেটি জানায়, তার বোন পরে এসে যোগ দেবে। কোন ঝামেলা ছাড়াই একা একা বালি ভ্রমণ যেন অভিযাত্রার মতো মনে হয়েছে ওই কিশোরের। এদিকে, টানা কয়েকদিন কোন খোঁজ না পাওয়ায় পুলিশের কাছে ছেলেটির নিখোঁজের অভিযোগ যায়। পরে তদন্তে বেরিয়ে আসে সব তথ্য। ছেলের এমন কা- দেখে বিস্ময়ে হতবাক হয়ে পড়েন তার মা। তিনি বলেন, ‘আমার ভেতরে তখন কোন আবেগ কাজ করছিল না। বিশ্বাসই হচ্ছিল না আমার ছেলে এতটা দূরে একা একা চলে গেছে।’ তবে বিষয়টিকে হালকাভাবে নেয়নি পুলিশ, তাকে বাবা-মায়ের কাছে তুলে দেয়ার আগে কাস্টডিতে জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়া পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা জানায় তারা। যেন আর কখনও এ ধরনের ঘটনা না ঘটে। এ ঘটনায় এয়ারলাইন্সের দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন উঠলে, বিমান বিশেষজ্ঞ ড. ক্রিস্টাল ঝ্যাং জানান, প্রতিটি এয়ারলাইন্সে শিশুদের একা চলাচলের ক্ষেত্রে কিছু নিয়ম-কানুন থাকে। তবে শিশুটির ক্ষেত্রে কোন আন্তর্জাতিক সতর্কতা না থাকায় সে পার পেয়ে গেছে।-বিবিসি।
×