ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জে প্রশ্নফাঁস চক্রের এক সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০৪:৩১, ২৮ এপ্রিল ২০১৮

কেরানীগঞ্জে প্রশ্নফাঁস  চক্রের এক সদস্য  গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২৭ এপ্রিল ॥ কেরানীগঞ্জের রহমতপুর এলাকার একটি মেস থেকে ইব্রাহিম শিকদার (২১) নামে প্রশ্নফাঁস চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাত ১ টার দিকে র‌্যাব-১১ ধলপুর শাখার সদস্যরা তাকে গ্রেফতার করে। ইব্রাহিমের বিরুদ্ধে অনলাইনে বিভিন্ন যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রশ্নফাঁস করার অভিযোগ রয়েছে। রাজধানীর ওয়ারি থানায় এ সংক্রান্ত হওয়া পুরনো একটি মামলার তদন্ত করতে গিয়ে ইব্রাহিমের সন্ধান পায় র‌্যাব। শুক্রবার এসব তথ্য জানান র‌্যাব-১১ ধলপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী। মহিউদ্দিন ফারুকী জানান, ইব্রাহিম ফেসবুক ও হোয়াটস এ্যাপের মাধ্যমে বিভিন্ন পাবলিক ও নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস করে আসছিল। ফেসবুকে ও হোয়াটস এ্যাপে ঈঐঊগ/১ নামে তার পেজ ও আইডি রয়েছে। ওই আইডি থেকেই সে প্রশ্নফাঁস করে আসছিল। এই পেজ ও এডমিনের বিরুদ্ধে রাজধানীর ওয়ারি থানায় অনেক আগেই একটি মামলা করা হয়েছিল।
×