ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে ভূমিদস্যুদের ধাওয়া করলেন ইউএনও

প্রকাশিত: ০৪:৩১, ২৮ এপ্রিল ২০১৮

রূপগঞ্জে ভূমিদস্যুদের ধাওয়া করলেন  ইউএনও

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৭ এপ্রিল ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক নিরীহ পরিবারের অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে সত্যতা পেয়ে স্থানীয় ভূমিদস্যুদের ধাওয়া করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজে। উপস্থিত পুলিশ কর্মকর্তা, ইউপি সদস্য, সাংবাদিক ও স্থানীয় জনগণের সামনে ওই ভূমিদস্যুদের ধাওয়া করা হয়। শুক্রবার বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের শিমুলিয়া এলাকায় ঘটে এ ঘটনা। ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শিমুলিয়া এলাকার মোহাম্মদ আলী নামে এক নিরীহ ব্যক্তির কাছ থেকে ৩২ লাখ টাকার মধ্যে ১৫ লাখ টাকা দিয়ে জালিয়াতি করে জমি জবরদখল করে নিয়ে নেয় আনোয়ার, সাইফুল, আল-আমিনসহ একদল ভূমিদস্যু। বিষয়টি নিয়ে ওই ভুক্তভোগী পরিবারটি রূপগঞ্জ প্রেসক্লাবে অভিযোগ নিয়ে আসেন। পরে ‘জনতার মুখোমুখি’ রূপগঞ্জ প্রেসক্লাব লাইভ অনুষ্ঠানে অভিযোগগুলো তুলে ধরেন ক্ষতিগ্রস্ত মোহাম্মদ আলী। এরপর প্রেসক্লাবের সভাপতি, লেখক, কলামিস্ট মীর আব্দুল আলীম ক্ষতিগ্রস্তদের বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামকে অবহিত করেন। বিষয়টি নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবার, কয়েকজন সাংবাদিক, ইউএনও, পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের ডাকেন। এ সময় একে অপরকে দোষারূপ করছিল। একপর্যায়ে অনেকটা অপরাধ দেখে ইউএনও নিজে অভিযুক্তদের ধাওয়া করে আটক করতে যায়। এ সময় অভিযুক্ত আনোয়ার, সাইফুল ও আল-আমিন ইউএনওর হাত থেকে রক্ষা পেয়ে দৌড়ে পালিয়ে যায়।
×