ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকা-সিলেট সড়কে পুলিশ-শ্রমিক সংঘর্ষ

প্রকাশিত: ০৪:৩১, ২৮ এপ্রিল ২০১৮

ঢাকা-সিলেট সড়কে পুলিশ-শ্রমিক সংঘর্ষ

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২৭ এপ্রিল ॥ চলাচল বন্ধ ঘোষণা ও গাড়ি আটকের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার দুপুরে শায়েস্তাগঞ্জের অধীন ঢাকা-সিলেট মহাসড়কের নছরতপুরে পুলিশের সঙ্গে অটোরিক্সা শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ কর্মকর্তা-সদস্যসহ আহত হয়েছে শতাধিক শ্রমিক। গুরুতর আহত ওসি জসিমউদ্দিনসহ অনেকেই স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নেন। পুলিশ, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি ওই মহাসড়কে সিএনজি অটোরিক্সা চলাচল বন্ধ ঘোষণা করে পুলিশ। কিন্তু তা মেনে না নিয়ে রিক্সার মালিক-শ্রমিকরা গাড়ি চলাচল অব্যাহত রাখেন। বৃহস্পতিবার ওই সড়ক থেকে ৫টি অটোরিক্সা আটক করে পুলিশ। কিন্তু এই আটককৃত গাড়িগুলো ছেড়ে দিতে পুলিশের ওপর চাপ সৃষ্টি করে মালিক-শ্রমিক নেতৃবৃন্দ। তাতে পুলিশ রাজি না হবার জের ধরেই শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে প্রতিবাদী ব্যানার-ফেস্টুন নিয়ে জড়ো হয় শত শত অটোরিক্সা মালিক-শ্রমিক। এক পর্যায়ে মহাসড়ক অবরোধ করে এবং গাড়ি চলাচলের দাবি জানানোর পাশাপাশি পুলিশের বিরুদ্ধেও দিতে থাকে তারা। এ সময় বন্ধ হয়ে পড়ে যান চলাচল। ছড়িয়ে পড়ে যাত্রীদের মাঝে ভাংচুর আতঙ্ক।
×