ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাত খুন মামলা

রায় দ্রুত বাস্তবায়ন দাবিতে মানববন্ধন শোকর‌্যালি

প্রকাশিত: ০৪:৩১, ২৮ এপ্রিল ২০১৮

রায় দ্রুত বাস্তবায়ন  দাবিতে মানববন্ধন শোকর‌্যালি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার রায় দ্রুত বাস্তাবায়নের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন কর্মসূচী পালন করেছে নিহতের আত্মীয়স্বজনরা। শুক্রবার বিকেল ৪ টায় মহানগরীর সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ দিকে নিহতদের স্বজনদের সঙ্গে একমত পোষণ করে গণসংহতি আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানার নেতাকর্মীরাও মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে বক্তারা প্রধানমন্ত্রীর কাছে দ্রুত মামলার রায় কার্যকর করার দাবি জানান। তারা বলেন, এ রায়ে আমরা খুশি, কিন্তু উচ্চ আদালতের রায় হয়েছে ৮ মাস হলো। কিন্তু এখনও আমরা কোন আলোর মুখ দেখতে পাচ্ছি না। বক্তারা এ সরকারের আমলেই সাত খুন মামলার রায় কার্যকর করার দাবি জানান। তারা সাত খুন মামলার খুনীদের সম্পদ বাজেয়াপ্ত করারও দাবি জানান। এর আগে একই দাবিতে আদমজী এলাকায় একটি শোক র‌্যালি বের হয়। শোক র‌্যালিটি নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কের আদমজী করবস্থান থেকে আদমজী ইপিজেড এলাকায় গিয়ে শেষ হয়। শোক র‌্যালি শেষে নিহতের স্বজনরা মানববন্ধনে যোগ দেন। গণসংহতি আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানার সমন্বয়ক জাহিদ আল জাহিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- সাত খুনে নিহত প্যানেল মেয়র মোঃ নজরুল ইসলামের শ্যালক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, নিহত মনিরুজ্জামান স্বপনের ভাই মিজানুর রহমান রিপন, নিহত তাজুল ইসলামের বাবা মোঃ আবুল খায়ের, ছোট ভাই রাজু, নিহত গাড়ি চালক জাহাঙ্গীর আলমের মা হোসনে আরা বেগম, জাহাঙ্গীরের স্ত্রী শামসুর নাহার নূপূর, জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক অঞ্জন দাশ ও নারী নেত্রী ফাতেমা আক্তার প্রমুখ।
×