ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নাশকতার পরিকল্পনা

গাজীপুরে জামায়াত শিবিরের ৪৫ নেতাকর্মী আটক

প্রকাশিত: ০৪:৩০, ২৮ এপ্রিল ২০১৮

গাজীপুরে জামায়াত শিবিরের ৪৫ নেতাকর্মী আটক

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ নাশকতার পরিকল্পনা করার সময় গাজীপুরের একটি রিসোর্ট থেকে বিএনপির সমর্থনে মনোনয়নপত্র প্রত্যাহারকারী গাসিকের মেয়র প্রার্থী জামায়াতের মহানগর আমির এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরের সভাপতিসহ জামায়াত-শিবিরের ৪৫ নেতাকর্মীকে শুক্রবার আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ১৫টি পেট্রোলবোমা, ৪টি ককটেল ও জিহাদী বই উদ্ধার করা হয়। গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ দুপুরে তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ জানান, নাশকতার পরিকল্পনার জন্য গাজীপুরসহ আশপাশের জেলা হতে জামায়াত-শিবিরের একটি সংঘবদ্ধ দল শুক্রবার ভোর থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল এলাকার স্বপ্নছড়া পিকনিক স্পটে জড়ো হতে থাকে। এ সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থল থেকে গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক এসএম সানাউল্লাহ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর জেলা শাখার সভাপতি মোঃ মুজাহিদুল ইসলাম ও মহানগরের সভাপতি মোঃ আজাহার হোসাইন মোল্লা, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও পূবাইল সাংগঠনিক থানার আমির মোঃ আশরাফ আলী কাজলসহ জামায়াত-শিবিরের ৪৫ নেতাকর্মীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৪টি ককটেল, ১৫ টি পেট্রোলবোমাসহ বিস্ফোরক দ্রব্য, জামায়াতের কেন্দ্রীয় নেতাদের আত্মজীবনী নিয়ে লেখা বেশ কিছু জিহাদী বই উদ্ধার করা হয়। পুলিশ সুপার সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে জানান, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন সংক্রান্ত কোন সংশ্লিষ্টতা এখানে নেই। এ ব্যাপারে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের দাবি, তাদের তার নির্বাচনী প্রচার সভা থেকে উদ্দেশ্যমূলকভাবে আটক করা হয়েছে। হাসান উদ্দিন সরকার শুক্রবার সকালে সাবেক গাছা ইউনিয়নের উত্তর খাইলকুল বাদশা মিয়া উচ্চ বিদ্যালয় এলাকায় মিডিয়া ব্রিফিংয়ে ওই অভিযোগ করেন।
×