ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বগুড়ায় লাশবাহী এ্যাম্বুলেন্স ট্রাক সংঘর্ষে প্রকৌশলী ও চালক নিহত

প্রকাশিত: ০৪:২৯, ২৮ এপ্রিল ২০১৮

বগুড়ায় লাশবাহী এ্যাম্বুলেন্স  ট্রাক সংঘর্ষে প্রকৌশলী ও চালক নিহত

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ শুক্রবার দুপুরে বগুড়-ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলায় লাশবাহী এ্যাম্বুলেন্সের সঙ্গে মালবাহী ট্রাকের সংঘর্ষে দুজন নিহত এবং দুজন আহত হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- ঢাকার এবটি টেক্সটাইল প্রতিষ্ঠানের প্রকৌশলী মামুনুর রশিদ (৪০)। ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়া শ্যালিকার মরদেহ ও স্বজনদের নিয়ে তিনি ঢাকা থেকে নওগাঁ ফিরছিলেন। দুর্ঘটনায় নিহত অপরজন এ্যাম্বুলেন্সের চালক। তবে তার পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানায়, ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা মামুনুর রশিদের শ্বশুরবাড়ি নওগাঁর বদলগাছী এলাকায়। তিনি একটি টেক্সটাইল প্রতিষ্ঠানের প্রকৌশলী। তার স্ত্রীর ছোট বোন নিনা (২৮) ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা যান। মরদেহ নিয়ে মামুনুর রশিদ, স্ত্রী ফারজানা ববি নিপা ও শাশুড়ি রুনা লায়লা (৫৬) একটি এ্যাম্বুলেন্সে ঢাকা থেকে বদলগাছী আসছিলেন। পথে শেরপুর উপজেলার ঘোগাবটতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে এ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই এ্যাম্বুলেন্সের চালকসহ দুজন মারা যায়। তবে ট্রাকচালক পালিয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে। আহত ২ জনকে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিরাজগঞ্জে দুই যাত্রী স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ থেকে জানান, শুক্রবার বিকেল প্রায় সাড়ে তিনটায় সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে গোল চত্বর এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ যাত্রী। নিহতরা হলেন গাইবান্ধা জেলার তাবিজল (৫৫) ও রাজা (৪৫)। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে রংপুর জেলার আলমপুর গ্রামের আবুল কালাম (৪০), কুড়িগ্রামের তছলিম (৫৫), গাইবান্ধার আসমা খাতুন (৪০), লাবনী (২৫) ও রংপুর জেলার নূর আলীর নাম জানা গেছে। বাকিদের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ শহীদ আলম জানান, ঢাকা থেকে রংপুরগামী খালেক এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর পার হওয়ার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই দুই যাত্রী নিহত হন। আহত হয় বাসের আরও ১০ যাত্রী। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। রূপগঞ্জে নারী নিজস্ব সংবাদদাতা রূপগঞ্জ থেকে জানান, দ্রুতগামী ট্রাক চাপায় নিশি (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার গোলাকান্দাইল এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে ঘটে এ ঘটনা। নিহত নিশি গোলাকান্দাইল এলাকার সেলিম মিয়ার স্ত্রী। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জসিম জানান, ভুলতার একটি হাসপাতালে ডাক্তার দেখিয়ে নিজ বাড়িতে যাওয়ার পথে সড়ক পারাপারের সময় দ্রুতগামী ট্রাক চাপা দিলে গুরুতর আহত হন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
×