ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কেরানীগঞ্জে যত্রতত্র বাস কাউন্টার ॥ চরম যানজট ভোগান্তি

প্রকাশিত: ০৪:২৬, ২৮ এপ্রিল ২০১৮

কেরানীগঞ্জে যত্রতত্র  বাস কাউন্টার ॥ চরম যানজট ভোগান্তি

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২৭ এপ্রিল ॥ অনুমোদন ছাড়াই কেরানীগঞ্জে গড়ে উঠেছে অর্ধশতাধিক যাত্রীবাহী বাস টিকেট কাউন্টার। ওই সব অবৈধ কাউন্টারে বসেই যাত্রীদের কাছ থেকে নেয়া হচ্ছে বাড়তি ভাড়া। ব্যস্ততম সড়কগুলোর দু’পাশের ফুটপাথগুলো নিজেদের মতো করে ব্যবহার করছে তারা। পথচারীদের স্বাধীন চলাচল ব্যাহত হচ্ছে চরমভাবে। প্রতিটি টিকেট কাউন্টারে যাত্রী ওঠানামা করাতে গিয়ে কেরানীগঞ্জের কদমতলী গোল চত্ব¡রের ব্যস্ততম রাস্তাটি ওই বাসগুলো দখল করে নিয়েছে। আর এ কারণে এই রাস্তায় সৃষ্টি হয় তীব্র যানজন। পরিবহন মালিকদের ইচ্ছেমতো কাউন্টারগুলো গড়ে ওঠার কারণেই কিলোমিটার অনুযায়ী ভাড়া আদায় হচ্ছে না। ভাড়া আদায় করা হচ্ছে মর্জি মাফিক। কারও নিয়মের তোয়াক্কা না করে তারা এ কার্য চালিয়ে যাচ্ছে দিনের পর দিন। এ বিষয়ে কেরানীগঞ্জ ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর আব্দুল আজিজ জানান, কেরাণীগঞ্জের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে প্রায় অর্ধশতাধিক যাত্রীবাহী বাস কোম্পানি টিকেট কাউন্টার গড়ে তুলেছে। এ বিষয়ে প্রশাসনের কোন অনুমতি নেয়া হয়নি। তারা ইচ্ছেমতো গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করার কারণে কদমতলী গোল চত্বর এলাকার গুরুত্বপূর্ণ সড়কটিতে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। আর এতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। স্থানীয়রা অভিযোগে জানান, বুড়িগঙ্গা ২য় সেতুর পাদদেশ থেকে ঢাকা-মাওয়া মহাসড়ক পর্যন্ত এবং কদমতলী গোল চত্বর থেকে রুহিতপুর বাজার পর্যন্ত ডজন খানিক সিট কাটিং কোম্পানি সড়কের ওপরে ট্রাক দাঁড় করিয়ে মালের ওজন নির্ণয় করছে। ওই ওজনের গাড়িগুলো স্কেলে মাপা এবং স্কেল থেকে মেইন রোডে বাহির করার সময় রাস্ত জুড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। সবচেয়ে বেশি অসুবিধা ভোগ করছে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা সময় মতো স্কুল কলেজে পৌঁছতে পারছে না। আজাদ নামে এক যাত্রী জানান, আমি কদমতলী থেকে ঢাকা-মাওয়া সংযোগ মহাসড়ক পর্যন্ত ইতোপূর্বে বাসযোগে ১০ টাকায় যেতাম। কিন্তু রাস্তা সংস্কারের অজুহাত দেখিয়ে বাসওয়ালা আমার কাছ থেকে জোরপূর্বক ২০ টাকা আদায় করেছে। আর কেউ যদি এ সবের প্রতিবাদ করে তবে তাকে বাসওয়ালাদের কাছে অপমানীত হতে হয়। এ বিষয়ে কেরাণীগঞ্জ ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর মল্লিক জানান, রাস্তা সংস্কারের কারণে বুড়িগঙ্গা ২য় সেতু থেকে ঢাকা-মাওয়া মহাসড়কের সংযোগ স্থলে যানজট লেগে যায়। তবে ট্রাফিক পুলিশ আমরা যথেষ্ট মোতায়েন করেছি যাতে করে কোন প্রকার যাত্রীর অসুবিধা ও যানজটের সৃষ্টি না হয়।
×