ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে সাহিত্য উৎসব

প্রকাশিত: ০৪:২৬, ২৮ এপ্রিল ২০১৮

 কিশোরগঞ্জে সাহিত্য উৎসব

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২৭ এপ্রিল ॥ দিনব্যাপী সন্দীপন সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে দ্বিতীয়বারের মতো এ উৎসবের উদ্বোধন করেন শিশুসাহিত্যিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব আলী ইমাম। সংগঠনের সভাপতি বিজন কান্তি বণিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উপসচিব তরফদার মোঃ আক্তার জামীল। বক্তৃতা করেন জেলা পাবলিক প্রসিকিউটর ও কবি শাহ আজিজুল হক, শিশুসাহিত্যিক হাসনাত আমজাদ, বিশিষ্ট ছড়াকার জাহাঙ্গীর আলম জাহান, আবৃত্তিকার মম জুয়েল, সংগঠনের সাধারণ সম্পাদক কবি আমিনুল ইসলাম সেলিম ও কবি ছাদরুল উলা। বিকেলে দ্বিতীয় পর্বে শিশুসাহিত্যিক ও রম্যলেখক মাহফুজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
×