ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালে খোলা আকাশের নিচে পাঠদান

প্রকাশিত: ০৪:২৫, ২৮ এপ্রিল ২০১৮

বরিশালে খোলা  আকাশের নিচে  পাঠদান

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ স্কুলভবন ঝুঁকিপূর্ণ তাই শিক্ষার্থীদের সারাবছরই পাঠদান করানো হচ্ছে খোলা আকাশের নিচে। প্রখর রোদেই শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস করলেও আকাশে মেঘ দেখলেই বিদ্যালয় ছুটি দেয়া হয়। ঘটনাটি বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ ভুতেরদিয়া (নতুুনচর) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের। জানা গেছে, ২০০৩ সালে স্কুলটি প্রতিষ্ঠিত হওয়ার পর স্থানীয়দের সহযোগিতায় বাঁশের খুঁটি ও ঢেউটিনের ছাউনি দিয়ে ঘর নির্মাণ করে তার ভেতরে ক্লাস হতো। পরে ২০১৩ সালে জাতীয়করণ হওয়ার পড়ে ওই ঘরেই শিক্ষা কার্যক্রম চলছে। ২০১৫ সালে কালবৈশাখী ঝড়ে টিনের ঘরটি ভেঙে যায়। এতে ছাত্র-ছাত্রীদের ক্লাস নেয়ার অনুপযোগী হয়ে পরে। পরে দীর্ঘদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলামের বাড়ির উঠানে ক্লাস নেয়া হলেও গত কয়েক মাস থেকে স্কুলের সামনে খোলা মাঠে পাঠদান কার্যক্রম চালানো হচ্ছে। প্রধানশিক্ষক নুরুল ইসলাম বলেন, বিদ্যালয়ের একমাত্র টিনের ঘরটি বন্যায় ভেঙে যাওয়ায় ওখানে শিক্ষার্থীদের ক্লাস করানো যাচ্ছে না। বিকল্প ভবন না থাকায় শিক্ষার্থীদের নিয়ে খোলা মাঠে শিক্ষা কার্যক্রম চালাতে হচ্ছে। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, উপজেলার বিভিন্ন স্কুলে নতুন ভবন নির্মাণ করা হলেও দক্ষিণ ভুতেরদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের চাহিদা একাধিকবার সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তাদের কাছে পাঠানো সত্ত্বেও এখনও তা আলোর মুখ দেখেনি।
×