ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে বলী খেলার মেলায় কয়েক কোটি টাকার বখরা আদায়

প্রকাশিত: ০৪:২৫, ২৮ এপ্রিল ২০১৮

চট্টগ্রামে  বলী খেলার  মেলায় কয়েক  কোটি টাকার  বখরা আদায়

মাকসুদ আহমদ, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের শতাব্দীর পেরিয়ে যাওয়া ঐতিহ্যকে টার্গেট করে চলছে পুলিশ ও সিন্ডিকেটের বখরা আদায়। প্রায় ৫ হাজার স্টল থেকে আড়াই কোটি টাকা অর্থ আদায় করা হয়েছে মাত্র তিন দিনের জন্য। শুক্রবার থেকে আবারও নতুন প্রক্রিয়ায় অর্থ আদায় শুরু হয়েছে যা চলবে রবিবার পর্যন্ত। মেলার নামে পুলিশী বাণিজ্য এখন রমরমা। ১২ বৈশাখ বা ২৫ এপ্রিল জব্বারের বলী খেলাকে কেন্দ্র করে এ বাণিজ্যের আখড়া তৈরি করেছে অসাধু পুলিশ সিন্ডিকেট, আয়োজক ও জুয়াড়িদের একটি চক্র। সিন্ডিকেটের পরিকল্পিত নক্সায় এরা অবাধে অবৈধ কর্মকা-ের অনুমতি পেয়েছে। অভিযোগ উঠেছে, নগরীর লালদীঘি মাঠে ১২ বৈশাখ অর্থাৎ ২৫ এপ্রিল বুধবার ছিল জব্বারের বলী খেলার ১০৯তম আয়োজন। কিন্তু ২২ এপ্রিল থেকে বলী খেলাকে ঘিরে মেলার নামে নগরীর কোতোয়ালি মোড় থেকে আন্দরকিল্লা মোড় ও জেল রোড এমনকি কেসিদে রোডের মুসলিম ইনস্টিটিউট পর্যন্ত প্রায় ৫ হাজার দোকানী দেশের বিভিন্ন অঞ্চল থেকে এবারের মেলায় আসে। এছাড়া ছিল হাজার খানেক ভাসমান হকার। ২৪ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত তিন দিনের জন্য কমপক্ষে আড়াই হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত আদায় করেছে একটি সিন্ডিকেটের লোকজন। এই সিন্ডিকেটের মধ্যে দুটি ভাগ রয়েছে। আরও অভিযোগ রয়েছে, লালদীঘি মাঠসহ সিএমপি সদর দফতরের সামনে তথা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের গেট বা জেল গেট থেকে কোতোয়ালি মোড় পর্যন্ত রাস্তার পূর্ব দিকের ফুটপাথ পর্যন্ত আদায়কৃত অর্থ পুলিশের পকেটে। বাকি অংশ খেলা কমিটির বা আয়োজকদের। কিন্তু শুক্রবার থেকে এসব সড়কে গাড়ি চলাচলের কথা থাকলেও একটি সাইকেল চলারও সুযোগ ছিল না। এ ব্যাপারে জানতে চাওয়া হলে পুলিশের এক অতিরিক্ত উপ-কমিশনার জনকণ্ঠকে জানিয়েছেন, জব্বারের বলী খেলাকে কেন্দ্র করে বিচিত্রা অনুষ্ঠান পরিচালনার অনুমতি দেয়া হয়। কিন্তু ভেতরে কি চলে তা যারা আচ্ছাদিত স্থানে প্রবেশ করে কেবল তারাই জানে।
×