ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভারতে মুক্তি পাচ্ছে ‘ভুবন মাঝি’

প্রকাশিত: ০৪:২৩, ২৮ এপ্রিল ২০১৮

ভারতে মুক্তি পাচ্ছে ‘ভুবন মাঝি’

সংস্কৃতি ডেস্ক ॥ ভারতে মুক্তি পেতে যাচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ভুবন মাঝি’। ভারতের সেন্সর সার্টিফিকেট পেলো মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ভুবন মাঝি’। গত ২০ এপ্রিল চলচ্চিত্রটি সেন্সর ছাড়পত্র পায় বলে তথ্যটি জানিয়েছেন এর নির্মাতা ফাখরুল আরেফিন খান। ২০১৭ সালের ৩ মার্চ সারাদেশের ৬৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় পরমব্রত- অপর্ণা অভিনীত চলচ্চিত্রটি। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র হলেও শুধু মুক্তিযুদ্ধই নয়, চলচ্চিত্রটিতে ফুটে উঠেছে মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় পরবর্তী বাংলাদেশেরও চিত্র। যে যুদ্ধ এখনও শেষ হয়নি, অসাম্প্রদায়িক বাংলাদেশ নির্মাণে ধর্মান্ধ ও মৌলবাদীদের বিরুদ্ধে যে যুদ্ধ এখনও থামেনি তাই ফুটে উঠেছে ‘ভুবন মাঝি’ চলচ্চিত্রে।
×