ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কথোপকথন -গল্পনির্ভর নাটক নির্মাণ করি ॥ আমিরুল ইসলাম অরুণ

প্রকাশিত: ০৪:২১, ২৮ এপ্রিল ২০১৮

কথোপকথন -গল্পনির্ভর নাটক নির্মাণ করি ॥ আমিরুল ইসলাম অরুণ

নাট্যকার ও পরিচালক আমিরুল ইসলাম অরুণ। দীর্ঘদিন ধরে নাট্যজগতের সঙ্গে জড়িত। নিজেই নাটক লেখেন ও পরিচালনা করেন। এ ক্ষেত্রে কখনও কারও সঙ্গে আপোস করেন না। তার রচনা ও পরিচালনায় শুক্রবার রাত ৭-৪০ মিনিটে মাছরাঙা টিভিতে প্রচার হয় ‘ছোবল’ নামের একটি নাটক। এ এ নাটক এবং অন্যান্য বিষয় নিয়ে তাঁর সঙ্গে কথা হয়। ‘ছোবল’ নাটক সম্পর্কে বলুন। আমিরুল ইসলাম অরুণ : ‘ছোবল’ নাটকটিতে প্রেমের আধিক্য কম। গতানুগতিক কোন প্রেম এখানে দেখানো হয়নি। তবে প্রত্যেকের মধ্যে কিছু না কিছু প্রেম তো থাকেই। সেই প্রেক্ষাপটে কিছুটা হলেও এতে প্রেম আছে। একটু ভিন্ন আঙ্গিকের গল্প ‘ছোবল’। হিউম্যান সাইকোলজি বেইজড গল্প। চলার পথে কেউ ইচ্ছাকৃত, অনিচ্ছাককৃত ক্রাইম করে ফেললে তার শাস্তি তাকেই পেতে হয়। সেই ক্রাইমের ঘটনা কেউ জানুক আর না জানুক। মানুষ অন্যের কাছে নিজেকে লুকাতে পারে কিন্তু নিজের কাছে নিজেকে লুকাতে পারে না। এটাকে বিভিন্নভাবে এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। মূল চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত। আরও আছেন, ইরফান সাজ্জাদ, তাসনুভা তিশা, নাফিসা চৌধুরী নাফা, সাজ্জাদ সাজু আরও অনেকে। বর্তমানে কি কাজ নিয়ে ব্যস্ত আছেন? আমিরুল ইসলাম অরুণ : সামনে ঈদে ‘হিরনের বিয়ে’ নামে একটা টেলিফিল্ম এবং ‘অতিচালাকের গলায় দড়ি’ নামে একটা ৭ পর্বের ধারাবাহিক নাটক শূটিং ডেট কনফার্ম করেছি। পাশাপাশি দীর্ঘ ধারাবাহিক ‘খানদানি মঞ্জিল’ শূটিং শুরু করব খুব তাড়াতাড়ি। সবগুলো নাটক রচনার পাশাপাশি আমি পরিচালনা করছি আমি। টিভি নাটকের বর্তমান অবস্থা কেমন? আমিরুল ইসলাম অরুণ : এক কথায় বললে বলতে হয়, নাটকের অবস্থা ভাল না। তবে আমি বিশ্বাস করি কয়েকটা খারাপ দিনের পর অবশ্যই ভাল দিন আসবে। সেই ভাল দিনকে যতœ করে আরও ভাল করে আমাদের মধ্যে বেশিদিন ধরে রাখতে হবে। আমাদের সংস্কৃতির সব চাইতে বড় অংশজুড়ে আছে নাটক। নাটক সংশ্লিষ্ট সবাইকে তাই নাটককেই ভালবাসতে হবে। ভালবাসায় অনেক কিছু ভাল করা সম্ভব। এ পর্যন্ত আপনার কতগুলো নাটক প্রচার হয়েছে? আমিরুল ইসলাম অরুণ : ইতিপূর্বে আমার রচনা ও পরিচালনায় ৪৬টি খ- নাটক বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হয়েছে। এছাড়া ‘পরণ কথা’ ও ‘শেফালী’ নামের দুটি ধারাবাহিকও মাছরাঙা টিভিতে প্রচার হয়েছে। টিভি নাটক তৈরির ক্ষেত্রে কোন ধরনের প্রতিকূলতার সম্মুখীন হয়েছেন? আমিরুল ইসলাম অরুণ : অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে এবং এখনও হচ্ছি। মূল কথা হচ্ছে নাটকে যারা প্রমোট করেন, তাদের এ নিয়ে কোন মাথাব্যথা নেই। আমাদের দেশে টিভি নাটক থেকে দর্শক বেশিরভাগ ক্ষেত্রে মুখ ফিরিয়ে নেয়ার কারণ কি? আমিরুল ইসলাম অরুণ : অনেক কারণ আছে। প্রথমত ভাল নাটকের অভাব। যদিও কিছু ভাল নাটক তৈরি হয়, তা প্রচারেরও জটিলতা। বিজ্ঞাপনের আধিক্য এত বেশি যে দর্শক রিমোট ঘুরিয়ে দেয়। এছাড়া নাটক প্রচারের সময় ও ধরন নিয়েও জটিলতা রয়েছে। ভাল একটি নাটক তৈরি করতে পর্যাপ্ত বাজেট নেই। যার ফলে কাহিনী ও মেকিং ভাল হয় না। ঘুরেফিরে একই অভিনেতার নাটক বার বার দর্শক দেখতে চায় না। কোন ধরনের নাটক আপনার ক্ষেত্রে প্রাধান্য পায়? আমিরুল ইসলাম অরুণ : আমি তো আগেই বলেছি নিজেই নাটক লিখি এবং পরিচালনা করি। কারও কাছে তোষামোদ করতে পছন্দ করি না। এ কারণেই অনেকের সঙ্গে যোগাযোগ রাখা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তবে আমি অভিনেতা নির্ভর নাটক তৈরি করি না, গল্পনির্ভর নাটক করি। -গৌতম পান্ডে
×