ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘রুধিররঙ্গিণী’ নিয়ে নাট্যাঙ্গনে আসছে হৃৎমঞ্চ

প্রকাশিত: ০৪:২০, ২৮ এপ্রিল ২০১৮

‘রুধিররঙ্গিণী’ নিয়ে নাট্যাঙ্গনে আসছে হৃৎমঞ্চ

স্টাফ রিপোর্টার ॥ মণিপুরি থিয়েটারের বাইরে প্রথমবার নির্দেশনা দিচ্ছেন শুভাশিস সিনহা। নতুন রেপার্টরি নাট্যদল ‘হৃৎমঞ্চ’ নতুন নাটক মঞ্চায়নের মাধ্যমে বাংলাদেশের নাট্যাঙ্গনে যুক্ত হতে যাচ্ছে। দলটির প্রথম প্রযোজনা হিসেবে মঞ্চে আসছে শুভাশিস সিনহা রচিত ও নির্দেশিত নাটক ‘রুধিররঙ্গিণী’। এই নাটকের মাধ্যমে প্রথমবার মণিপুরি থিয়েটারের বাইরে কোনো নাটক নির্দেশনা দিতে যাচ্ছেন শুভাশিস সিনহা। নাটকটিতে রোকোয় রফিক বেবি, জ্যোতি সিনহাসহ বাংলাদেশের নাট্যাঙ্গনের তিন প্রজন্মের তিন গুণী অভিনয়শিল্পী অভিনয় করবেন। শিল্পীদের নাম ও নাটকের বিস্তরিত তথ্য অচিরেই দলের পক্ষ থেকে জানানো যাবে। তবে হৃৎমঞ্চের সমন্বয়ক পাভেল রহমান বলেন, বাংলাদেশের সমকালীন নাট্যমঞ্চের তরুণ মেধাবী নাট্যকার ও নির্দেশক শুভাশিস সিনহা। হৃৎমঞ্চ প্রথম প্রযোজনা হিসেবে শুভাশিস সিনহার লেখা নাটক ‘রুধিররঙ্গিণী’ মঞ্চে আনছে তারই নির্দেশনায়। আগামী মে মাসের মাঝামাঝিতে নাটকটি মঞ্চে আসবে। প্রায়শই বলা হয়ে থাকে, আমাদের সমকালীন নাট্যসাহিত্য দুর্বল। আশা করা যায় ‘রুধিররঙ্গিণী’ সেই মতকে খারিজ করবে। হৃৎমঞ্চ নাট্যসাহিত্যের উচ্চমানের দিকে খেয়াল রেখেই আগামী প্রযোজনাগুলো মঞ্চে আনবে। ‘হৃৎমঞ্চ মূলত হৃদয়ের মঞ্চ। নিজস্ব মাটি ও প্রকৃতির সঙ্গে সম্পৃক্ত থেকে আন্তর্জাতিক মানের নাটক মঞ্চে আনবে এই রেপার্টরি নাট্যদলটি। এই বাসনা নিয়েই দলটির যাত্রা হলো শুরু। এমনটাই জানানো হয়। হৃৎমঞ্চের প্রথম প্রযোজনা ‘রুধিররঙ্গিণী’ নির্দেশনা দেয়ার পাশাপাশি দলটির আর্টিস্টিক ডিরেক্টর হিসেবেও যুক্ত আছেন শুভাশিস সিনহা। কবি, নাট্যকার, নির্দেশক শুভাশিস সিনহা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করে এখন মৌলভীবাজারের কমলগঞ্জের ঘোড়ামারা গ্রামে মণিপুরি থিয়েটার পরিচালনা করছেন। সেখানে গড়ে তুলেছেন দেশের একমাত্র গ্রামীণ স্টুডিও থিয়েটার। গ্রামে থেকেও জাতীয় মানের নাট্যচর্চার মধ্য দিয়ে দেশজুড়ে খ্যাতি অর্জন করেছেন। শুভাশিস সিনহা রচিত ও নির্দেশিত একাধিক নাটক দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে।
×