ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সমুদ্রের নিচে বাংলো

প্রকাশিত: ০৪:১১, ২৮ এপ্রিল ২০১৮

সমুদ্রের নিচে বাংলো

মালদ্বীপে কনরাড দ্বীপে সমুদ্রের ১৬ ফুট নিচে মুরাকা নামে বাংলো তৈরি হয়েছে। মুরাকা স্থানীয় ভাষায় অর্থ প্রবাল। বাংলোটির চারপাশে ঘুরে বেড়াতে দেখা যাবে মাছ ও অক্টোপাসকে। মাছ ও প্রবাল প্রাচীরে ঘেরা বাংলোটিতে একরাত থাকতে খরচ হবে ৫০ হাজার ডলার। বাংলোটি তৈরি করতে খরচ হয়েছে ১৫ লাখ ডলার। দুইতলাবিশিষ্ট বাংলোটির ওপরের তলায় রয়েছে দুটি শোবার ঘর, বাথরুম। -ব্লুমবার্গ
×