ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আসাদ বাহিনীর লক্ষ্য হোমসসহ বিদ্রোহী নিয়ন্ত্রিত বাকি এলাকা

প্রকাশিত: ০৪:০৯, ২৮ এপ্রিল ২০১৮

আসাদ বাহিনীর লক্ষ্য  হোমসসহ বিদ্রোহী   নিয়ন্ত্রিত বাকি এলাকা

সিরীয় সরকার মঙ্গলবার জানিয়েছে, বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর হোমস শহর শীঘ্রই পুনরুদ্ধার করা হবে। আত্মসমর্পণের সময়সীমা শেষ হওয়ার পরই এ কাজটি করা শুরু হবে। আলজাজিরা। এপ্রিলের শুরুতে রাজধানী দামেস্কের কাছে বিদ্রোহী নিয়ন্ত্রিত সবচেয়ে বড় এলাকা পূর্ব গৌতা প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার মিত্র বাহিনী পুনঃনিয়ন্ত্রণে নিয়ে নেয়। রাজধানীর কাছাকাছি আরও কয়েকটি ছোট শহর এখনও বিদ্রোহীরা নিয়ন্ত্রণ করছে। বিদ্রোহী নিয়ন্ত্রিত দক্ষিণ দামেস্কে সরকারপন্থী বাহিনীগুলো বোমা হামলা চালিয়ে শহরগুলো পুনরুদ্ধার করে নিচ্ছে। সাম্প্রতিক সময়ে দামেস্কের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর দুমাইর ও পূর্ব কালামাউনের বিদ্রোহীরা আত্মসমর্পণ করে। তারা বিদ্রোহী নিয়ন্ত্রিত সিরিয়ার দক্ষিণাঞ্চলে বাসে করে চলে যেতে সম্মত হয়। সিরিয়ার সেনাবাহিনী ও তার মিত্ররা বিভিন্ন শহর পুনঃদখল করতে বোমা হামলার কৌশল গ্রহণ করেছে। যাতে বিদ্রোহীদের আত্মসমর্পণ করিয়ে এবং সিরিয়ার উত্তরাঞ্চলীয় এলাকায় যেতে সম্মত হয়। সিরীয় মন্ত্রী আলি হায়দার জানান, দামেস্কের আশপাশের নিরাপত্তা বজায় রাখতে হোমসসহ অন্যান্য ছোট শহর যেগুলো বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে সেগুলো পুনরুদ্ধারের করা হবে। এটি দীর্ঘমেয়াদী হবে না। এজন্য সরকার হোমস প্রদেশের উত্তরাঞ্চলীয় বিদ্রোহী নিয়ন্ত্রিত রাসতান, তালবিসেহ ও হাউলা শহরের বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ বাড়াতে লিফলেট ফেলেছে। যাতে তারা একটি চুক্তিতে পৌঁছতে পারে সেজন্য নিজেদের মধ্যে আলোচনা করে নিচ্ছে। এ ধরনের পুনঃগঠনমূলক চুক্তিগুলোতে অবশ্যই বিদ্রোহীদের জন্য প্রস্তাব করা হচ্ছে যেন তারা সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় এলাকায় চলে যায়। যেখানে যুক্তরাষ্ট্র ও রাশিয়া গত বছর তাদের জন্য নিরস্ত্রীকরণ এলাকা তৈরি করে। এজন্য বিকল্প পথও রয়েছে। এতে পুরোপুরি পুনঃগঠন অথবা সামরিক পদক্ষেপ যেখানে যা প্রয়োজন তাই নেয়া হচ্ছে। রাষ্ট্রীয় গণমাধ্যম শুক্রবার জানিয়েছে, দক্ষিণ দামেস্কের একটি এলাকার বিচ্ছিন্নতাবাদীরা আত্মসমর্পণ করেছে। যার মধ্যে ইয়ারমাউক ফিলিস্তিনী শরণার্থী শিবির, হাজার আল-আসওয়াদ ও পার্শ্ববর্তী এলাকা রয়েছে। তারপরও সরকারপন্থী বাহিনী সেখানে এখনও বোমা হামলা চালিয়ে যাচ্ছে।
×