ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পশতুনদের চ্যালেঞ্জের মুখে পাক সেনাবাহিনী

প্রকাশিত: ০৪:০৮, ২৮ এপ্রিল ২০১৮

পশতুনদের চ্যালেঞ্জের মুখে পাক সেনাবাহিনী

পাকিস্তানে পশতুনদের অধিকার আন্দোলন ক্রমেই জোরদার হচ্ছে। শক্তিশালী সামরিক বাহিনী পশতুনদের কাছ থেকে অপ্রত্যাশিত চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। আন্দোলনে নেতৃত্বদানকারী এক প্রভাবশালী পশতু যুবক বলেছেন, তাদের অধিকার আন্দোলনে নীরব হয়ে বসে থাকা যায় না। দেশটিতে সামরিক বাহিনীর বিরুদ্ধে ইসলামীপন্থী জঙ্গী গ্রুপগুলোকে সমর্থনের অভিযোগ রয়েছে বিভিন্ন দেশের দীর্ঘদিন ধরে।- খবর এএফপি বৈষম্যমূলক আচরণ ও সামরিক বাহিনীর হাতে বিচার বহির্ভূত হত্যাকা-ে হতাশাগ্রস্ত হয়ে পশতুনরা রবিবার লাহোরে নাটকীয়ভাবে এক সমাবেশ করেছে ঐ যুবক মনজুর পাশতিনের নেতৃত্বে হাজার হাজার পশতু সামরিক বাহিনীর লড়াই থেকে বাঁচতে গত দশকে আফগানিস্তান সংলগ্ন সীমান্তের কাছে তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে। পশতুন প্রটেকশন মুভমেন্ট (পিটিএম) বলেছে, জঙ্গীদের বিরুদ্ধে এটা ছিল তাদের পছন্দ মতো অভিযান। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ২০০১ সালে যুদ্ধ শুরুর পর এ জঙ্গীরা আশ্রয় নেয় এখানে। পিটিএম আন্দোলনকারীরা ওয়াশিংটন ও কাবুলের অভিযোগের সঙ্গে সুর মিলিয়ে বলেছে, সামরিক বাহিনী ওই চরমপন্থীদের নিরাপদস্থানে এখানও অবস্থান করতে দিচ্ছে যাতে তারা পাকিস্তানে হামলা উদ্যত বিদ্রোহীদের লক্ষ্য করে এখান থেকে আফগানিস্তানে হামলা চালান যায়। আন্দোলনের নেতা ২৬ বছর বয়স্ক পাশতিন সম্প্রতি এক সাক্ষাতকারে এএফপিকে বলেছেন, এ নীতি আমাদের জন্য খুবই বিপজ্জনক। তিনি বলেন, নিরাপত্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে ক্রসফায়ারের কারণে বেসামরিক লোকরা নির্যাতিত, নিহত বা অপহৃত হচ্ছে বলে এ কৌশলে ঐতিহ্যগত পশতু সমাজ বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশ্লেষক মাইকেল সেম্পল বলেন, জঙ্গীদের বিরুদ্ধে সামরিক বাহিনীর লড়াইয়ের বিষয়ে সামরিক বাহিনীর প্রতি পাশতিনের আন্দোলন এক অনন্য চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। কুইন’স ইউনিভার্সিটি বেলফাস্টের অধ্যাপক সেম্পল বলেন, সেখানে বসবাসরত মানুষ দেখছে, কী করা হচ্ছে। পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোরে রবিবারের সমাবেশে হাজার হাজার পশতু পিটিএময়ের সেøাগান দেয়, ‘ইউনিফর্মধারীরা সন্ত্রাসের জন্য দায়ী। এ সমাবেশটি ছিল স্মরণযোগ্য দৃশ্য। নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে এ ধরণের অভিযোগকে এক বিপজ্জনক চূড়ান্ত রেখা বলে মনে করা হচ্ছে যা খুব কম সংখ্যক লোক অতিক্রমে সাহস পাবে। লাহোর সমাবেশ স্থানীয় কর্তৃপক্ষের প্রতি চ্যালেঞ্জস্বরূপ। স্থানীয় কর্তৃপক্ষ এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠানে পিটিএমকে আনুষ্ঠানিক অনুমতি দেয়নি এবং বেশ কয়েকজন সমাবেশ-সমর্থককে আটক করেছে।
×