ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অন্য ভূমিকায় ফিনিশার ধোনি

প্রকাশিত: ২০:৩৭, ২৭ এপ্রিল ২০১৮

অন্য ভূমিকায় ফিনিশার ধোনি

অনলাইন ডেস্ক ॥ অফিসে আরও একটা গড়পড়তা দিন! বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে দুরন্ত একটা ইনিংস খেলে চেন্নাই সুপার কিংসকে জেতানোর পরে মহেন্দ্র সিংহ ধোনিকে নিয়ে এটাই সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়া। বলা হচ্ছে, এতে আর অবাক হওয়ার কী আছে। এই ভাবে ম্যাচ জেতানো তো ধোনির নিত্য নৈমিত্তিক রুটিন! আসলে ফিনিশার ধোনিকে ফিরে পেয়ে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। আর ধোনি নিজে কী বলছেন? বৃহস্পতিবার একটি ভিডিয়ো পোস্ট করে ধোনি টুইট করেন, ‘ম্যাচ শেষ। রাতে ভাল ঘুমও হল। এখন বাবার দায়িত্ব পালন করছি।’ কী সেই কাজ? পোস্ট করা ভিডিয়োয় দেখা যাচ্ছে, ‘হেয়ার ড্রায়ার’ দিয়ে মেয়ে জিভার চুল শুকিয়ে দিচ্ছেন ধোনি। যে ভিডিয়ো অল্প সময়ের মধ্যেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ঠিক যে ভাবে আলোচনার কেন্দ্রে রয়েছে আরসিবির বিরুদ্ধে ধোনির (৩৪ বলে ৭০। সাতটি ছয়, একটি চার) ম্যাচ জেতানো ইনিংস। যে ইনিংসে মজে গিয়েছে ধোনি ও রায়নার মেয়েও। ধোনির মারা ছয় নিয়ে সঞ্জয় মঞ্জরেকরের টুইট, ‘ধোনির সাতটি ছয়ের মধ্যে আমার সব চেয়ে ভাল লেগেছে ১৯ নম্বর ওভারে মোহাম্মদ সিরাজের বলে মারা ছয়টা। সিরাজের ইয়র্কার ব্যাকওয়ার্ড পয়েন্টের ওপর দিয়ে গ্যালারিতে পাঠিয়ে দিয়েছিল। ওই শট বোলার হিসেবে সিরাজকে শেষ করে দিয়ে চেন্নাইয়ের জয়ের রাস্তাটা পরিষ্কার করে দেয়।’ ম্যাচ হারার পরে ধোনির ইনিংস নিয়ে কোহলি বলছিলেন, ‘‘ধোনি দারুণ ছন্দে আছে। খুব ভাল শট খেলছে। কিন্তু আমাদের বিরুদ্ধে না খেললেই ভাল হত!’’ কোরি অ্যান্ডারসনের করা শেষ ওভারের চতুর্থ বলে বিশাল একটা ছয় মেরে ম্যাচ শেষ করে দেন ধোনি। তার পরে প্রশ্ন উঠেছে, শেষ ওভারের জন্য কেন অ্যান্ডারসনকে রেখে দেওয়া হল? কেন উমেশ যাদব বা যুজবেন্দ্র চহালের ওভার আগেই শেষ করে দেওয়া হল? ম্যাচের শেষে আরসিবি-র তরফে কুইন্টন ডি’কক বলে যান, ‘‘চেন্নাইয়ের ব্যাটিং গভীরতা খুব ভাল। তাই শুরুর দিকে উইকেট তুলতে চেয়েছিলাম আমরা। যে জন্য উমেশ এবং চহালকে আগে বল করিয়ে দেওয়া হয়।’’ কিন্তু ওয়াংশিংটন সুন্দরের ওভার তো ছিল। তা হলে ওকে কেন দেওয়া হল না? ডি’ককের ব্যাখ্যা, ‘‘আমরা অ্যান্ডারসনের গতি কাজে লাগাতে চেয়েছিলাম। কিন্তু ধোনি খুব চতুর ব্যাটসম্যান।’’ সূত্র : আনন্দবাজার পত্রিকা
×