ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গবেষণা

প্রকাশিত: ০৭:১০, ২৭ এপ্রিল ২০১৮

গবেষণা

ইঞ্জিনিয়ারড আর্টস প্রথম দেখায় অভিনেতা টেডরয় নিউয়েলের যমজ ভাই বলে ভুল হতেই পারে; কিন্তু তা নয়, ডান পাশের জন রক্ত-মাংসে তৈরি মানুষ নয়। টেডরয় নিউয়েলের আদলে তৈরি রোবটটি মানুষের মতোই কথা বলতে ও বুঝতে পারে। তৈরি করেছে যুক্তরাজ্যের রোবট নির্মাতা প্রতিষ্ঠান ‘ইঞ্জিনিয়ারড আর্টস’। সূত্র : সায়েন্স ডেইলি ডেইজি নষ্ট ও বাতিল আইফোনের যন্ত্রাংশ আলাদা করে পুনর্ব্যবহারের জন্য সংগ্রহ করতে পারে ‘ডেইজি’। নির্দিষ্ট মডেল নয়, যে কোন মডেলের আইফোনের প্রয়োজনীয় উপকরণ আলাদা করতেও জুড়ি নেই রোবটটির। কাজও করে দ্রুত, ঘণ্টায় ২০০টি আইফোন খুলতে পারে।
×