ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গোত্রহীন আলোর বসতি -আসাদ মান্নান

প্রকাশিত: ০৭:০১, ২৭ এপ্রিল ২০১৮

গোত্রহীন আলোর বসতি -আসাদ মান্নান

[কবি ও কলামিস্ট স্বদেশ রায় প্রিয়জনেষু] চারুকলা থেকে গতকাল ভোরে যখন মঙ্গল শোভাযাত্রা বের হলো উল্লাসে তখন এক নববধূ ঘোমটা সরিয়ে বিজলি মুখে খিলখিল করে হেসে ওঠে; এবং আমার বুক পরিণত হয় নক্ষত্রখচিত এক শূন্যেরমণ্ডলেÑ গৌরবের অনাবৃত গন্ধে নাচে হাজার আলোর রাঙা প্রজাপতি, আর তার সঙ্গে নাচে কত শত কল্লোলিত কুসুমকুমারী! এ দৃশ্যে পাগল হয়ে নদীসহ উড়ে আসে মীনকন্যা, মেঘপরী- তার পাশে শাদা কানাবগি কী সুন্দর মরমী ভঙ্গিতে ধ্যান থেকে উঠে আসে- আলোর পাখায় মমতা ও মিলনের রঙ্গম ফুটায়! হরিণ বাঘের পিঠে হরিণীকে জড়িয়ে ধরেছে : আজ কোনো মৃত্যু নয় জীবনের পরম উত্থান- সভ্যতা নতুন স্বপ্নে ঘর তোলে মানবসভায়। ২. অথচ দু’ দিন আগে, হ্যাঁ, এই তো সেদিন এখানে কী তাণ্ডব চালায় কতিপয় নির্বোধ চণ্ডাল! আর আজ?- সব কিছু ধুয়ে মুছে আবার নতুন করে তৈরি হলো বাঘ আবার নতুন হাতি এগিয়ে চলেছে ঢুল ও বাঁশির শব্দে খুলে যায় রঙের পোশাক প্রাণের মহোৎসবে খিড়কিপথে বেরিয়ে পড়েছে ডানা ঝাপটাতে ঝাপটাতে ভালোবাসা রাজহাঁস জুটি; স্বপ্নগুলো ঘুড়ি হয়ে উড়ে যাচ্ছে অনেক উপরে চারদিকে এত আলো ও আনন্দ! ক্লান্তি জরা অবসাদ ঝেড়ে নতুনের হাত ধরে অই হাঁটে পুরনো গয়াল। বৈশাখী হাওয়ার টানে সব কিছু ভেঙেচুড়ে সমুদ্র পাহাড় নদী ওলোট- পালোট করে আকাশ কাঁপিয়ে দুর্বিনীতা চণ্ডালিনী বাতাসের ঝুটি ধরে, দ্যাখো কে আজ এগিয়ে যাচ্ছে সভ্যতার মানবশেকড়ে; দ্যাখো ভাই দ্যাখো বোন দ্যাখো বন্ধু প্রিয়জন বর্বরতা খর্ব হয়ে পেছনে হঠেছে। বাঙালী মানব হয়ে মিলনের মোহনার চরে তৈরি করে আজ এক গোত্রহীন আলোর বসতি। ২ বেশাখ ১৪২৫
×