ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রংপুরে এ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষে নিহত ৩

প্রকাশিত: ০৬:২৩, ২৭ এপ্রিল ২০১৮

রংপুরে এ্যাম্বুলেন্স-ট্রাক  সংঘর্ষে নিহত ৩

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২৬ এপ্রিল ॥ রংপুরে রোগীবাহী এ্যাম্বুলেন্সের সঙ্গে ট্রাকের সংঘর্ষে এক অন্তঃসত্ত্বা নারীসহ ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছে। আহতদের গুরুতর অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীরে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, দিনাজপুর জেলার বীরগঞ্জ থেকে একটি এ্যাম্বুলেন্স রোগী নিয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আসার সময় রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর পল্লী বিদ্যুতের কাছে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলে অন্তঃসত্ত্বা মনি বেগম (২৫) ও তার মামা তুষার (৩০) মারা যায়। আহত তিন জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে নিহত মনি বেগমের চাচি আফিয়া বেগম (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। চট্টগ্রামে কলেজছাত্রী স্টাফ রিপোর্টার চট্টগ্রাম অফিস জানায়, নগরীর পাঁচলাইশ থানার ষোলশহর এলাকায় গাড়ির চাপায় পিষ্ট হয়ে এক কলেজছাত্রী নিহত রিয়া বড়ুয়া (২২) চট্টগ্রাম সরকারী মহিলা কলেজের সমাজ বিজ্ঞান কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বৃহস্পতিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, দুপুর সোয়া বারোটার দিকে একটি রিক্সায় চড়ে যাচ্ছিলেন রিয়া। ষোলশহর দুই নম্বর গেট এলাকায় পেছন থেকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে রিক্সাটি ডানপাশের ডিভাইডারে গিয়ে আচড়ে পড়ে। এতে ছিটকে পড়েন রিয়া বড়ুয়া। কাভার্ডভ্যানটি তার মাথার ওপর দিয়ে চলে যায়। পুলিশ ও আশপাশের লোকজন রিয়ার মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করে। পুলিশ চালককে আটক এবং কাভার্ডভ্যানটিকে থানা হেফাজতে নিয়েছে। বরিশালে পরীক্ষার্থী স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, জেলার হিজলা উপজেলার মাউতলা নামক এলাকায় রাত দশটার দিকে সড়ক দুর্ঘটনায় মাজাহারুল ইসলাম সেতু (১৯) নামের এক এইচএসসি পরীক্ষার্থী নিহত ও তিনজন আহত হয়েছে। আহতদের মধ্যে দুইজনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মাজাহারুল ইসলাম সেতু মুলাদী উপজেলার আন্ধারমানিক গ্রামের সাইফুল ইসলাম মনির মিয়ার পুত্র ও সরকারী মুলাদী কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থীয় অংশগ্রহণ করেন। মোহনগঞ্জে শিশু নিজস্ব সংবাদদাতা মোহনগঞ্জ, নেত্রকোনা থেকে জানান, মোহনগঞ্জ-আদর্শনগর সড়কে মাইলোড়া নামকস্থানে বৃহস্পতিবার সকালে এক সড়ক দুর্ঘটনায় নাহিদ (৪) নামের এক শিশু ইজিবাইকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। সে মাইলোড়া গ্রামের নূরুন্নবীর ছেলে।
×