ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠানে স্পীকার

প্রকাশিত: ০৬:১৮, ২৭ এপ্রিল ২০১৮

নারায়ণগঞ্জে স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠানে স্পীকার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আজকের বাংলাদেশ স্বল্পোন্নত একটি দেশ নয়। এই মাসেই আমরা জাতিসংঘ থেকে ঘোষণা পেয়েছি বাংলাদেশ স্বল্পোন্নত দেশের কাতার থেকে বেরিয়ে এসে উন্নয়নশীল দেশের পথে পা বাড়িয়েছে। এটি প্রতিটি বাঙালীর জন্য গৌরবের একটি বিষয়। একটি সফল ও একটি বড় অর্জন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বলেন, তার নেতৃত্বে বাংলাদেশের অক্লান্ত প্রচেষ্টা, মেধা ও প্রতিভার মধ্য দিয়ে আজকে আমাদের বাংলাদেশ বিশ্বে এগিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজারের পুরিন্দা কে এম সাদেকুর রহমান উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে নবীন প্রবীণ ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পীকার শিরীন শারমিন চৌধুরী এসব কথা বলেন। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাহমুদুর রহমানের স্ত্রী ফারজানা বেগমের সভাপতিত্বে রজতজয়ন্তী উৎসবে বক্তব্য রাখের- স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাস বাবু, তার সহধর্মিনী তাহমিনা ইভা, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ প্রমুখ।
×