ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিএনপি নেতা শামসুল ইসলাম আর নেই

প্রকাশিত: ০৬:১৭, ২৭ এপ্রিল ২০১৮

 বিএনপি নেতা  শামসুল ইসলাম  আর নেই

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম আর নেই। বৃহস্পতিবার বেলা আড়াইটায় রাজধানীর গুলশান ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৭ বছর। দীর্ঘদিন তিনি দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন বলে বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার সাংবাদিকদের জানিয়েছেন। ক্যান্সার, শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে ১৭ এপ্রিল থেকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন এম শামসুল ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানের আজাদ মসজিদে এম শামসুল ইসলামের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ ইউনাইটেড হাসপাতালের হিমঘরে রাখা হয়। আজ শুক্রবার সকাল ১০টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা শেষে সকাল ১১টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেয়া হবে তার মরদেহ। সেখানে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। সেখানে তৃতীয় জানাজা শেষে এম শামসুল ইসলামের কফিন নিয়ে যাওয়া হবে মুন্সীগঞ্জে তার গ্রামের বাড়িতে। বাদ জুমা সেখানে জানাজা শেষে মুন্সীগঞ্জ সদর থানার রামপাল গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবারের সদস্যরা সাংবাদিকদের জানিয়েছেন। এম শামসুল ইসলাম জিয়াউর রহমানের শাসনামলে ইন্দোনেশিয়ার হাইকমিশনার ছিলেন (১৯৭৯-৮১)। এরপর রাজনীতিতে এসে তিনি বিএনপির আন্তর্জাতিক সম্পাদকের দায়িত্ব লাভ করেন। ১৯৯৭ সালের শেষ দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হন তিনি। ২০১৬ সালে দলের জাতীয় কাউন্সিলের আগ পর্যন্ত ওই পদে ছিলেন। তবে জাতীয় কাউন্সিলের পর তাকে আর ওই পদে রাখা হয়নি। অসুস্থতার কারণে কমিটি থেকে বাদ পড়েন তিনি। ২০০০ সালে চার দলীয় জোট গঠনের সময় এম শামসুল ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। মুন্সীগঞ্জ-৩ আসন থেকে তিনি ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হন এম শামসুল ইসলাম। ১৯৯১-১৯৯৬ মেয়াদে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকারে বাণিজ্য, টেলিযোগাযোগ ও পরে তথ্যমন্ত্রীর দায়িত্ব পান এম শামসুল ইসলাম। ২০০১ সালে বিএনপি আবার ক্ষমতায় এলে তাকে প্রথমে ভূমি ও পরে তথ্যমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। এম শামসুল ইসলাম ১৯৩২ সালের ১ জানুয়ারি মুন্সীগঞ্জে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন।
×