ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউতে শিশু হৃদরোগীদের চিকিৎসা কার্যক্রম উদ্বোধন

প্রকাশিত: ০৬:১৭, ২৭ এপ্রিল ২০১৮

বিএসএমএমইউতে শিশু হৃদরোগীদের চিকিৎসা কার্যক্রম উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ শিশু হৃদরোগীদের চিকিৎসা ও আধুনিক যন্ত্রপাতির সাহায্যে রোগ নির্ণয় কার্যক্রমের উদ্বোধন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। চিলড্রেন হার্ট ফাউন্ডেশন এ্যান্ড রিসার্চ, ঢাকা বাংলাদেশের উদ্যোগে এই কার্যক্রম চলবে। এতে বিশ্ববিদ্যালয়ে শিশু হৃদরোগীদের চিকিৎসাসেবা আরও গতিশীল হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান শেখ কবির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশনের সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ।
×