ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনার নেতৃত্বে কৃষিতে বিপ্লব হয়েছে ॥ ইয়াফেস ওসমান

প্রকাশিত: ০৬:১৭, ২৭ এপ্রিল ২০১৮

শেখ হাসিনার নেতৃত্বে কৃষিতে বিপ্লব হয়েছে ॥ ইয়াফেস ওসমান

স্টাফ রিপোর্টার ॥ বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটে গেছেÑযা আজ বিশে^ রোল মডেল। এ সরকারের আমলে গবেষণা খাতে অর্থের কোন ঘাটতি নেই, প্রয়োজন শুধু গবেষণা উদ্যোগের। বিজ্ঞানী ও গবেষকদের বাস্তবমুখী গবেষণাকর্মে এগিয়ে আসতে হবে। বৃহস্পতিবার রাজধানীতে বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক এ্যান্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার (ব্যান্সডক) আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী এসব কথা বলেন। ঢাকার আগারগাঁওয়ের ব্যান্সডকের মিলনায়তনে ‘বাংলাদেশের কৃষিক্ষেত্রে গবেষণা, উন্নয়ন ও সম্ভাবনা এবং ব্যান্সডকের তথ্যসেবা’ শীর্ষক এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও কৃষি প্রজনন বিভাগের অধ্যাপক ড. লুৎফুল হাসান। ব্যান্সডকের মহাপরিচালক জেসমীন আক্তারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ এবং ব্যান্সডকের সিনিয়র রিপ্রোগ্রাফিক কর্মকর্তা মোঃ আসলাম আলী খন্দকার। প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান আরও বলেন, দেশের সার্বিক উন্নয়ন ঘটিয়ে দেশকে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করতে হলে বিজ্ঞান শিক্ষা ও গবেষণা বাড়াতে হবে। বিজ্ঞানী ও গবেষকদেরকে দেশের স্বার্থে বাস্তবমুখী গবেষণাকর্মে এগিয়ে আসতে হবে। বিশেষ অতিথির বক্তৃতায় আনোয়ার হোসেন বলেন, কৃষি ও প্রযুক্তির উন্নয়ন ছাড়া এদেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। এদেশের বৃহৎ জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় গবেষণার কোন বিকল্প নেই। বর্তমান সরকার গবেষণা খাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দিয়ে যাচ্ছে। সামনের বছরগুলোতে এ খাতে বাজেট আরও বৃদ্ধি পাবে।
×