ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশের ফোরজি যুগের প্রথম অপারেটর হিসেবে রবির মাইলফলক

প্রকাশিত: ০৬:১৬, ২৭ এপ্রিল ২০১৮

দেশের ফোরজি যুগের প্রথম অপারেটর হিসেবে রবির মাইলফলক

স্টাফ রিপোর্টার ॥ দেশের বৃহত্তম ফোরজি নেটওয়ার্ক অপারেটর রবি আজিয়াটা লিমিটেড’র এ্যাডভান্সড ৪ দশমিক ৫জি প্রযুক্তিতে ইতোমধ্যে ১০ লাখ গ্রাহক সংযুক্ত হয়েছে। এ জন্য বৃৃহস্পতিবার রাজধানীর রবি কর্পোরেট অফিসে দেশের ফোরজি যুগের প্রথম অপারেটর হিসেবে এ মাইলফলক অর্জনকে উদযাপন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। বিশেষ অতিথি ছিলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়া অতিথি হিসেবে বিটিসিএল’র ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মাহফুজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ও বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডে’র পদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। কোম্পানির এই মাইলফলক অর্জনকে উদযাপনের সময় রবি’র ম্যানেজিং ডিরেক্টর এ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ এবং ম্যানেজমেন্ট কাউন্সিলের সদস্যরা উপস্থিত ছিলেন। গত ফেব্রুয়ারিতে ৪ দশমিক ৫জি সেবা উদ্বোধনের পর থেকে দেশের ৪২৪টি থানায় ৪ হাজার ৭শটি’র বেশি ৪.৫জি সাইট নিয়ে এক বিস্তৃত ৪.৫জি নেটওয়ার্ক গড়ে তুলেছে রবি। ২০ ফেব্রুয়ারি ফোরজি সেবা চালু হওয়ার পরপরই এই অসাধারণ নেটওয়ার্ক সম্প্রসারণ শুরু করে অপারেটরটি। এছাড়া ওই দিনই রবি দেশের একমাত্র অপারেটর হিসেবে ৬৪টি জেলায় ৪ দশমিক ৫জি সেবা চালু করে। এছাড়া এখন পর্যন্ত প্রায় চার লাখ গ্রাহক এয়ারটেল ফোরজি প্লাস সেবা গ্রহণ করেছেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, একজন বাংলাদেশী হিসেবে একটি শীর্ষ বহুজাতিক কোম্পানির নাম বাংলা শব্দ ‘রবি’ দিয়ে হওয়ায় আমি গর্বিত। রবি’র জন্য আমি আলাদা একটা টান অনুভব করি, কারণ এর ব্র্যান্ডে যে ফন্টটি ব্যবহৃত হয় তা আমার সৃষ্টি। অন্যান্য অপারেটরদের আগে এ মাইলফলক অর্জন করায় আমি রবি’কে ধন্যবাদ জানাই। প্রথম দিনই দেশের ৬৪টি জেলায় ফোরজি সেবা পৌঁছে দিয়ে ডিজিটাল দেশ হিসেবে প্রতিষ্ঠার প্রচেষ্টাকে সম্মান জানিয়েছে রবি। যখন আমি দেখি রবি চলনবিল ও হাওর এলাকায় তাদের ৪.৫জি সেবা পৌঁছে দিয়েছে, তখন আমি আশ্বস্ত হই রবি শীঘ্রই দেশের প্রতিটি আনাচে কানাচে তাদের ৪.৫জি সেবা দিতে পারবে। তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, টুজি বা থ্রিজি’র স্পিড দিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব না; এজন্য দরকার ফোরজি এবং রবি ৪.৫জি গতিতে এগিয়ে যাচ্ছে বলে আমি আনন্দিত। দেশ হিসেবে আমরা ফোরজি সেবা চালু করতে পারব কিনা তা নিয়ে অনেকেরই সন্দেহ ছিল। কিন্তু রবি দেশের সব মানুষকে ৪ দশমিক ৫জি নেটওয়ার্কে যুক্ত করে সে সংশয় দূর করে দিয়েছে।
×