ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাম মোর্চার সংবাদ সম্মেলন

ব্যাংক ও আর্থিক খাতের দুর্নীতিবাজদের বিচারের আওতায় আনার দাবি

প্রকাশিত: ০৬:১৫, ২৭ এপ্রিল ২০১৮

ব্যাংক ও আর্থিক খাতের  দুর্নীতিবাজদের বিচারের আওতায়  আনার দাবি

স্টাফ রিপোর্টার ॥ ব্যাংক ও আর্থিক খাতের দুর্নীতিবাজ ও লুটপাটকারী সিন্ডিকেটকে চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বিভিন্ন বাম রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিন গণতান্ত্রিক বাম মোর্চা। বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডের ‘কমরেড নির্মল সেন মিলনায়তন’-এ আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়। এই দাবিতে আগামী রবিবার বিকেলে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এবং সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচী ঘোষণা করা হয়েছে সংবাদ সম্মেলন থেকে। লিখিত বক্তব্যে বাম মোর্চার সমন্বয়ক ও বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা শুভ্রাংশু চক্রবর্ত্তী বলেন, জাতীয় নির্বাচন যত এগিয়ে আসছে আর্থিক খাতে লুটপাট, দুর্নীতি ও অর্থপাচার তত বৃদ্ধি পাচ্ছে। বিনিয়োগের নামে ঋণ নিয়ে হাজার হাজার কোটি আত্মসাত হচ্ছে বা বিদেশে পাচার করা হচ্ছে। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোতে সরকার দলীয় বিবেচনায় চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদ নিয়োগ দিয়ে ব্যাংকগুলোকে ক্রমেই নিঃস্ব ও দেউলিয়া করে তোলা হয়েছে। এসব ব্যাংকগুলোকে কার্যত পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করেছে সরকার। শুভ্রাংশু চক্রবর্ত্তী বলেন, সোনালী-জনতা-ফার্মার্স-বেসিক ব্যাংকে হরিলুটকারীদের বিচারের আওতায় এনে শাস্তি দেয়া হচ্ছে না। এমনকি লুট করা টাকা উদ্ধার না করে আবার রাষ্ট্রীয় কোষাগার থেকে হাজার হাজার কোটি টাকা এসব ব্যাংকে ঢালা হচ্ছে। এ প্রসঙ্গে সম্প্রতি বেসরকারী ব্যাংক মালিকদের চাপে কেন্দ্রীয় ব্যাংকে নগদ জমা সংরক্ষণ (সিআরআর) এক শতাংশ কমানো এবং সরকারী প্রতিষ্ঠানের তহবিলের ৫০ শতাংশ বেসরকারী ব্যাংকে রাখার বিধান করার কথা উল্লেখ করেন তিনি। ব্যাংকিং ও আর্থিক খাত নিয়ে সরকারের এসব সিদ্ধান্ত এ খাতের লুটপাট এবং স্বেচ্ছাচারিতাকে আরও উৎসাহিত করবে বলেও মন্তব্য করেন বাসদ নেতা শুভ্রাংশু।
×