ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কানে হেডফোন লাগিয়ে গাড়ি চালানো ॥ ট্রেন-স্কুলবাস সংঘর্ষে নিহত ১৪

প্রকাশিত: ০৬:১৪, ২৭ এপ্রিল ২০১৮

কানে হেডফোন লাগিয়ে গাড়ি চালানো ॥ ট্রেন-স্কুলবাস সংঘর্ষে নিহত ১৪

ভারতের উত্তর প্রদেশে চলন্ত ট্রেনের সঙ্গে একটি স্কুলবাসের সংঘর্ষে ১৩ শিশু নিহত ও ৮ শিশু আহত হয়েছে। এছাড়া বাসচালকও নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় উত্তর কুশিনগর শহরের কাছাকাছি একটি রেল ক্রসিংয়ে এ ঘটনাটি ঘটে। টাইমস অব ইন্ডিয়া। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে পরিবারগুলোকে দুই লাখ রুপী করে দেয়ার ঘোষণা দেন। এ ছাড়া স্থানীয় জেলা প্রশাসনকে আহতদের সকল ধরনের সাহায্য ও চিকিৎসা সুবিধা প্রদান করার নির্দেশ দিয়েছেন। এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গোয়েন্দা সংস্থাকে তিনি দ্রুত তদন্ত করার নির্দেশ দিয়েছেন। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে এ ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করে তার উদ্বেগের কথা বলেন। কুশিনগরের রেলক্রসিং পার হবার সময় বাসটিকে দ্রুতগতির একটি ট্রেন সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ১৩ জনের মৃত্যু হয়। আহত হয় অন্তত ৮ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া ঘটনাস্থলেই মৃত্যু হয় বাস ড্রাইভারেরও। আহতদের অনেকেই বলছেন, ওই সময় চালক কানে হেডফোন দিয়ে গান শুনছিলেন, তাই তিনি মারা গেলেন। ভারতে চলতি মাসে এ নিয়ে দুইটি স্কুলবাস দুর্ঘটনার শিকার হয়েছে। ৯ এপ্রিলে হিমাচল প্রদেশে একটি স্কুলবাস নিয়ন্ত্রণ হারিয়ে ২০০ মিটার নিচে খাদে পড়ে গেলে অন্তত ২৩ শিশুসহ ২৭ জন নিহত হন।
×