ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘আমেরিকা ফার্স্ট’ নীতির সমালোচনায় ম্যাক্রোঁ

প্রকাশিত: ০৬:১৩, ২৭ এপ্রিল ২০১৮

  ‘আমেরিকা ফার্স্ট’ নীতির  সমালোচনায় ম্যাক্রোঁ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ কট্টর সমালোচনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বুধবার মার্কিন কংগ্রেসে ম্যাক্রোঁ জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদের সমালোচনা করে বলেন, এ ধরনের নীতি বৈশ্বিক সমৃদ্ধির জন্য হুমকি। ম্যাক্রোঁ বলেন, ভয় থেকে বাঁচতে বিচ্ছিন্নতাবাদ ও জাতীয়তাবাদ সাময়িকভাবে কাজে লাগতে পারে। তবে বিশ্বের জন্য দরজা বন্ধ করে দিলে ভয়-সন্ত্রাসের বিকাশ বন্ধ হবে না। -বিবিসি
×