ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জার্মান তারকা কারবারের মধুর প্রতিশোধ ॥ স্টুটগার্ট ওপেনের দ্বিতীয় পর্বে জয় পেয়েছেন রোমানিয়ার সিমোনা হ্যালেপ

প্রকাশিত: ০৫:৪২, ২৭ এপ্রিল ২০১৮

জার্মান তারকা কারবারের মধুর প্রতিশোধ ॥  স্টুটগার্ট ওপেনের দ্বিতীয় পর্বে জয় পেয়েছেন রোমানিয়ার সিমোনা হ্যালেপ

স্পোর্টস রিপোর্টার ॥ ডব্লিউটিএ স্টুটগার্ট টুর্নামেন্টে জয় দিয়েই মিশন শুরু করেছেন এ্যাঞ্জেলিক কারবার, কোকো ভেন্ডেওয়েঘে, এ্যানাস্তাসিজা পাভলিউচেঙ্কোভা এবং রোমানিয়ার সিমোনা হ্যালেপ। প্রথমপর্বের ম্যাচে জার্মানির এ্যাঞ্জেলিক কারবার এদিন ৬-৩ এবং ৬-২ গেমে পরাজিত করেন চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভাকে। সেইসঙ্গে কয়েকদিন আগে ফেড কাপে হারার প্রতিশোধটাও দারুণভাবে নিয়ে নিলেন জার্মান তারকা। সপ্তাহ পার হতে না হতেই ফেড কাপে হারের প্রতিশোধ নিয়ে দারুণ খুশি কারবার। মূলত সেই হারের ভুল থেকে শিক্ষা নিয়েই বুধবার নাকি খেলতে নেমেছিলেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এই নাম্বার ওয়ান তারকা। এ প্রসঙ্গে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ম্যাচের শেষে কারবার বলেন, ‘রবিবারের পর এদিন খেলাটা মোটেও সহজ ছিল না। সেই হারের পর আমি দলের সঙ্গে আলোচনায় বসি এবং সেই ম্যাচে করা ভুলগুলো থেকে শিক্ষা নিয়েই এদিন তার বিপক্ষে খেলতে নামি। এই টুর্নামেন্টের দ্বিতীয়পর্বে জায়গা করে নিতে পেরে আমি অবিশ্বাস্য রকমের খুশি।’ কারবার এ সময় আরও বলেন, ‘পেত্রার কাছ থেকে কেমন প্রত্যাশা ছিল সেটা আগে থেকেই জানতাম আমি। যে কারণেই তার বিপক্ষে আক্রমণাত্মক খেলি এবং ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নিই। তবে একটা ব্যাপার খুব পরিষ্কার যে, আমার ছন্দে ফেরার জন্য কিছুটা সময় লাগে।’ ২০১৬ সালে টেনিস কোর্টে দাপট দেখান কারবার। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা সময়ই টেনিস কোর্টে আলো ছড়ান তিনি। অস্ট্রেলিয়ান ওপেন জিতে সেই মৌসুমের মিশন শুরু করেছিলেন কারবার। বছরের শেষ গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট ইউএস ওপেনের শিরোপাও নিজের শোকেসে তুলেছিলেন স্টেফিগ্রাফের এই উত্তরসূরি। শুধু তাই নয়, সে বছরে রিও অলিম্পিকের ফাইনালেও জায়গা করে নিয়েছিলেন তিনি। অসাধারণ পারফর্মেন্সের স্বীকৃতিস্বরূপ বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও নিজের করে নিয়েছিলেন এ্যাঞ্জেলিক কারবার। তবে পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি জার্মান খেলোয়াড়। কোর্টে নিষ্প্রভ থাকার কারণে র‌্যাঙ্কিংয়েও অবনমন ঘটে তার। এই মুহূর্তে র‌্যাঙ্কিংয়ের ১২ নম্বরে ছিটকে পড়েন তিনি। তবে স্টুটগার্টে ভাল করতে পারলে আবারও অগ্রগতি হবে এ্যাঞ্জেলিক কারবারের। দ্বিতীয়পর্বের ম্যাচে কারবারের প্রতিপক্ষ এস্তোনিয়ার এ্যানেট কোন্টাভিয়েট। যিনি প্রথম রাউন্ডের ম্যাচে কঠিন লড়াইয়ের পর ৫-৭, ৭-৬ (৭/৩) এবং ৭-৬ (৭/৫) গেমে হারান ফ্রান্সের ক্রিস্টিনা মাদেনোভিচকে। ২০১৭ সালে এই টুর্নামেন্টের ফাইনাল খেলেছিলেন মাদেনোভিচ। অথচ এবার প্রথম রাউন্ড থেকেই বিদায়। তাকে হারাতে এদিন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ৩১ নম্বরে থাকা কোন্টাভিয়েটের সময় লাগে তিন ঘণ্টারও বেশি। তাই পরের রাউন্ডে যে কারবারের পরীক্ষাটা বেশ কঠিন হবে সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। স্টুটগার্টে প্রথম রাউন্ডের ম্যাচে চমক উপহার দিয়েছেন কোকো ভেন্ডেওয়েঘেও। আমেরিকান তারকা এদিন বিদায় করে দিয়েছেন তারই স্বদেশী স্লোয়ানে স্টিফেন্সকে। এদিন তিনি ৬-১ ও ৬-০ গেমে রীতিমতো উড়িয়েই দেন ইউএস ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন স্টিফেন্সকে। অথচ ক্লে কোর্ট নাকি একদমই পছন্দ করেন না ভেন্ডেওয়েঘে। ম্যাচের পরেও সুস্পষ্টভাবে তিনি জানিয়ে দেন, ‘সত্যিই আমি ক্লে কোর্ট পছন্দ করি না। ভবিষ্যতে কখনও পছন্দ হবে না। জার্মানিতে এই নিয়ে দ্বিতীয়বারের মতো এসেছি আমি। তবে বলতে পারেন ক্লে কোর্টে খেলার চেয়েও এখানে আসার মূল কারণ শপিং। আমি এখানে খেলতে কিংবা হারতে আসিনি।’ এদিকে রোমানিয়ার সিমোনা হ্যালেপ তৃতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন। তবে দ্বিতীয় রাউন্ডের ম্যাচটা জিততে রীতিমতো ঘাম ঝরেছে তার। টুর্নামেন্টের শীর্ষ বাছাই হ্যালেপ এদিন ৪-৬, ৬-২ এবং ৬-৩ গেমে হারান স্লোভাকিয়ার মাগদালেনা রিবারিকোভাকে। গত বছর এই টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা হ্যালেপের লক্ষ্য এবার শিরোপা জিতেই বাড়ি ফেরা।
×