ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইডিইবি ভবনকে কারিগরি উদ্ভাবন কেন্দ্র করার তাগিদ

প্রকাশিত: ০৫:৩৭, ২৭ এপ্রিল ২০১৮

আইডিইবি ভবনকে কারিগরি উদ্ভাবন কেন্দ্র করার তাগিদ

অর্থনৈতিক রিপোর্টার ॥ মন্ত্রিপরিষদ সচিব এন এম জিয়াউল আলম বলেছেন, প্রযুক্তিজ্ঞান দক্ষতাসম্পন্ন ডিপ্লোমা প্রকৌশলীদের জাতীয় উন্নয়নে অধিকতর অবদান রাখতে আইডিইবি ভবনকে কারিগরি ক্ষেত্রের উদ্ভাবন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা যেতে পারে। আইডিইবি আয়োজিত ‘নাগরিক সেবায় উদ্ভাবন’ বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিমত ব্যক্ত করেন। বৃহস্পতিবার ঢাকার কাকরাইলে আইডিইবি ভবনে সংগঠনের সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস, তথ্য ও যোগাযোগ অধিদফতরের মহাপরিচালক এ কে এম খায়রুল আলম ও এটুই প্রোগ্রামের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট স্পেশালিস্ট মানিক মাহমুদ। স্বাগত বক্তব্য রাখেন আইডিইবির সাধারণ সম্পাদক শামসুর রহমান। বক্তারা বলেন, উন্নত নাগরিক সেবা ও বিকল্প কর্মসংস্থানে নাগরিক উদ্ভাবনের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। জনসেবামূলক সেবাসমূহ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশিক্ষণার্থীদের যথাযথ ভূমিকার রাখার জন্য বক্তারা পরামর্শ দেন।
×