ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বাজেটে কৃষি বরাদ্দ বাড়ানোর দাবি

প্রকাশিত: ০৫:৩৭, ২৭ এপ্রিল ২০১৮

বাজেটে কৃষি বরাদ্দ বাড়ানোর দাবি

অর্থনৈতিক রিপোর্টার ॥ জাতীয় বাজেটে উন্নয়নের জন্য শতকরা ৪০ ভাগ কৃষি খাতে বরাদ্দ করাসহ ১০ দফা দাবিতে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। এদেশে মোট গ্রামীণ শ্রমশক্তির শতকরা ৬০ ভাগের বেশি কৃষিকাজে নিয়োজিত। জিডিপির প্রায় ১৬ শতাংশ আসে কৃষিখাত থেকে। বর্তমান কৃষিখাত আজ নানামুখী সঙ্কটে জর্জরিত। অন্যদিকে অসাধু মুনাফালোভী ব্যবসায়ীদের কারণে কৃষকরা ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না। বক্তারা আরও বলেন, অন্যদিকে দেশে কৃষিভিত্তিক শিল্প স্থাপন করে বেকার সমস্যা সমাধানের সরকারী কোন উদ্যোগ, রেশনিং ব্যবস্থা নেই। অপরিকল্পিতভাবে ইটভাটা, রাস্তাঘাট, ঘরবাড়ি, আবাসন, কলকারখানা নির্মাণের ফলে প্রতি বছর ১ শতাংশ হারে কৃষি জমি অকৃষি খাতে চলে যাচ্ছে। ফলে দেশের খাদ্য নিরাপত্তার মারাত্মক হুমকির মুখে পড়ার আশঙ্কা ক্রমেই বাড়ছে। এ সময় আয়োজক সংগঠনগুলোর পক্ষ থেকে বেশ কিছু দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছেÑ উৎপাদন খরচের সঙ্গে শতকরা ৩০ ভাগ মূল্য যুক্ত করে কৃষি ফসলের দাম নির্ধারণ ও প্রতি ইউনিয়নে সরকারী উদ্যোগে কৃষকের কাছ থেকে ফসল ক্রয়ের ব্যবস্থা, ক্ষেতমজুরদের সারা বছরের কাজ, সাব-রেজিস্ট্রি, সেটেলমেন্ট, ভূমি অফিস, কৃষি ব্যাংক, পিডিএফ এবং পল্লী বিদ্যুতের ঘুষ দুর্নীতি ও হয়রানি বন্ধ করা।
×