ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আরও পাঁচ জেলায় নতুন হাইটেক পার্ক হচ্ছে

প্রকাশিত: ০৫:৩৬, ২৭ এপ্রিল ২০১৮

আরও পাঁচ জেলায় নতুন হাইটেক  পার্ক হচ্ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের আরও পাঁচটি জেলায় নতুন হাইটেক পার্ক হচ্ছে। সেজন্য ১২ কোটি ২০ লাখ মার্কিন ডলার বা প্রায় ৯৭৬ কোটি টাকা ঋণ সহায়তার জন্য অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে (ইআরডি) চিঠি দিয়েছে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট সাপোর্ট প্রজেক্টের (পিএসডিএসপি) আওতায় দ্বিতীয় পর্যায়ে এ সহায়তা চাওয়া হচ্ছে। ২৯ মার্চ এ সংক্রান্ত চিঠিটি পাওয়ার পর ইতোমধ্যে বিশ্বব্যাংকের কাছে অর্থসহায়তা চেয়েছে ইআরডি। নতুন পাঁচটি হাইটেক পার্ক হচ্ছেÑ সিরাজগঞ্জ হাইটেক পার্ক, মানিকগঞ্জ হাইটেক পার্ক, জয়পুরহাট হাইটেক পার্ক, চাঁদপুর হাইটেক পার্ক এবং মাদারীপুর হাইটেক পার্ক।
×