ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৬ মাসের মধ্যে মজুরি কাঠামো

প্রকাশিত: ০৫:৩৫, ২৭ এপ্রিল ২০১৮

৬ মাসের মধ্যে মজুরি কাঠামো

অর্থনৈতিক রিপোর্টার ॥ পোশাক খাতে আগামী ছয় মাসের মধ্যে মজুরি কাঠামো পুনর্নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, তৈরি পোশাক খাতে সুশাসনের অভাব রয়েছে। এ খাতে সুশাসন প্রতিষ্ঠায় ৮ দফা সুপারিশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। প্রতিমন্ত্রী টিআইবির সুপারিশ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বলেন, শুধু তৈরি পোশাক খাতে ২০১৩ সালে ১২০টি ট্রেড ইউনিয়ন ছিল আজকে সেটা দাঁড়িয়েছে প্রায় সাত শ’ ছাড়িয়ে গেছে। আর সারাদেশে এই মুহূর্তে রয়েছে সাড়ে ৮ হাজার রেজিস্ট্রেশনভুক্ত ট্রেড ইউনিয়ন। নিয়ম মেনে ট্রেড ইউনিয়নের জন্য আবেদন করলেই রেজিস্ট্রেশন দিচ্ছে সরকার। তিনি বলেন, সেক্টর অনুযায়ী প্রতি ৫ বছর পরপর মজুরি বোর্ড গঠন করা হয়। গত এক দেড় বছরের মধ্যে ২৪টা সেক্টরে নতুন করে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। তৈরি পোশাক খাতের জন্যও ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। ৬ মাস পর তারা রিপোর্ট দেবে। তারপরই তৈরি পোশাক খাতে মজুরি কাঠামো পুনর্নির্ধারণ করা হবে। প্রতিমন্ত্রী দাবি করেন, টিআইবি এসব বিষয় ভালভাবে না জেনে বক্তব্য দিয়েছে। টিআইবি যদি আমার সঙ্গে যোগাযোগ করত তাহলে অনেক সমস্যার সমাধান দিতে পারতাম। অনেক আপডেট তথ্যও পেত তারা। তিনি বলেন, কারখানা সংস্কারে তদারকির জন্য বায়ারদের সংগঠন এলায়েন্সের বাংলাদেশ সমন্বয়ক জেমস এফ মারিয়াটি বলেছেন, গার্মেন্টস শিল্পের নিরাপদ কর্মপরিবেশের রোল মডেল হচ্ছে বাংলাদেশ অথচ টিআইবি এসব কথা বলে না।
×