ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মৌলভীবাজারে অগ্নিকান্ডে মা মেয়ের মৃত্যু ॥ ছেলে দগ্ধ

প্রকাশিত: ০৫:২৫, ২৭ এপ্রিল ২০১৮

মৌলভীবাজারে  অগ্নিকান্ডে মা  মেয়ের মৃত্যু ॥ ছেলে দগ্ধ

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার, ২৬ এপ্রিল ॥ রাজনগর উপজেলার বুজবল গ্রামে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মা রোকেয়া বেগম (৪৫) ও মেয়ে মৌলভীবাজার সরকারী কলেজের চতুর্থ বর্ষের ছাত্রী শাহিনা বেগম (২০) মারা গেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ছেলে মুন্না আজিজ। জানা গেছে, প্রতিদিনের মতো দরজা জানালা বন্ধের পর ঘরের প্রধান ফটকে তালা লাগিয়ে পরিবারের ৩ সদস্য মা, মেয়ে ও ছেলে একটি টিন সেডের ঘরের ভিন্ন ভিন্ন কক্ষে ঘুমান। রাত ২টার দিকে হঠাৎ বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকা-ের সূত্রপাত ঘটে। এ সময় তাদের ঘুম ভেঙ্গে গেলে বের হওয়ার জন্য ঘরের ভেতর ছোটাছুটি করেন এবং এক পর্যায়ে তারা বারান্দায় প্রধান ফটকে তালা দেয়া লোহার গেটের কাছে এসে চিৎকার করলে এলাকাবাসী এগিয়ে আসেন। এলাকাবাসী লোহার গেট ভেঙ্গে ঘরে প্রবেশ করে বুজবল গ্রামে মৃত ওয়াছির মিয়ার বড় মেয়ে শাহিনা বেগম মরদেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখতে পান। মা রোকেয়া বেগম ও ছেলে মুন্না আজিজকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে রাস্তায় মা রোকেয়া বেগম মারা যান। পরে মৌলভীবাজার থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
×