ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাঙ্গুনিয়ায় এসিড নিক্ষেপ ॥ ৮ জনের দন্ড

প্রকাশিত: ০৫:২২, ২৭ এপ্রিল ২০১৮

রাঙ্গুনিয়ায় এসিড নিক্ষেপ  ॥  ৮ জনের দন্ড

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সাতাশ বছর আগে দুই সহোদরের ওপর এসিড ও চোখ তুলে নেয়ার ঘটনায় দায়ের হওয়ার একটি চাঞ্চল্যকর মামলার রায়ে ৮ আসামীকে বিভিন্ন মেয়াদে কারাদ- প্রদান করেছে আদালত। বৃহস্পতিবার চট্টগ্রামের ৫ম অতিরিক্ত জেলা দায়রা জজ স্বপন কুমার সরকারের আদালত এই রায় প্রদান করেন। দন্ডিতদের মধ্যে ২ জনকে ১০ বছর এবং ৬ জনকে ৭ বছর করে সাজা দেয়া হয়। তবে অপরাধ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস পেয়েছে চার আসামী। আদালত সূত্রে জানা যায়, মামলার প্রধান আসামী আইয়ুব এবং ইব্রাহিমকে ১০ বছর করে কারাদন্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। দন্ডিত অপর সাতজন হলেন আবদুল হক, সোলায়মান, ইউসুফ, জাফর, দুলামিয়া এবং গোলাম কাদের। এরমধ্যে শেষোক্ত দু’জন মৃত। মৃত ব্যক্তির দন্ডাদেশ প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অতিরিক্ত পিপি লোকমান হোসেন বলেন, তারা মারা গেলেও আদালতের কাছে মৃত্যুসনদ দাখিল করা হয়নি। আদালতের গোচরিভূত না করায় এই দু’জনের বিরুদ্ধেও দন্ডাদেশ হয়েছে। মামলার বিবরণে জানা যায়, আজ থেকে সাতাশ বছর আগে ১৯৯১ সালের ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পশ্চিম নিশ্চিন্তাপুর এলাকায় ঘটনাটি ঘটেছিল।
×