ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে সাত খুনের চার বছর আজ ॥ রায় দ্রুত কার্যকর দাবি

প্রকাশিত: ০৫:২০, ২৭ এপ্রিল ২০১৮

নারায়ণগঞ্জে সাত খুনের চার বছর আজ ॥ রায় দ্রুত কার্যকর দাবি

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের চার বছর পূর্ণ হয়েছে আজ শুক্রবার। নিহতের সাতটি পরিবারের মধ্যে ৫টি পরিবার উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে এখন অর্থকষ্টে মানবেতর জীবনযাপন করছে। নিহতের পরিবারগুলো রায় কার্যকরের অপেক্ষায় রয়েছেন। গত বছরের ২২ আগস্ট সাত খুন মামলায় সাবেক কাউন্সিলর নূর হোসেন, র‌্যাব-১১-এর চাকরিচ্যুত সাবেক অধিনায়ক লেঃ কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন ও লে. কমান্ডার এম মাসুদ রানাসহ ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন হাইকোর্ট। বাকি ১১ জনের মৃত্যুদ-ের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। নিহত পরিবারগুলো দ্রুত এ রায় কার্যকরের দাবি জানান। এদিকে সাত খুনের চতুর্থ বার্ষিকী উপলক্ষে শুক্রবার নিহতের পরিবারের সদস্যরা কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন। আলোচিত সাত খুনে নিহত যুবলীগ নেতা মনিরুজ্জামান স্বপন, স্বপনের গাড়ির চালক জাহাঙ্গীর, নজরুলের সহযোগী তাজুল ইসলাম, বন্ধু সিরাজুল ইসলাম লিটন ও চন্দন সরকারের গাড়ি চালক ইব্রাহিমের পরিবার বর্তমানে অর্থকষ্টে মানবেতর জীবনযাপন করছে। তারা উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছে। তাদের এখন একটাই দাবি সাত খুনের মামলার রায় দ্রুত কার্যকর। নিহত নজরুল ইসলামের স্ত্রী ও একটি মামলার বাদী সেলিনা ইসলাম বিউটি বলেন, নূর হোসেন র‌্যাবের সহায়তায় সাতজনকে অপহরণ করে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করেছে। আমি চাই তাদের অন্যায়ের সাজা হোক। নজরুল ইসলাসহ নিহত সাতজনের রুহের মাগফেরাত কামনায় শুক্রবার দিনব্যাপী কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়াও এতিমদের মাঝে রান্না করা খাবারও বিতরণ করা হবে।
×